ঝালকাঠি জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ বিকাল তিনটায় শুরু হয়। ঝালকাঠি সার্কিট হাউজ কনফারেন্স হলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। ঝালকাঠি জেলা প্রশাসক মো: আশরাফুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো: আব্দুস সবুর, ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও জেলা তথ্য অফিসার লেলিন বালা। এতে জেলার ৪০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।