শনিবার (২৪মে) বিকেল ৩টায় জেলা সদরের শোলাকিয়াস্থ আই.এ.বি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সেক্রেটারি নূর আমাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ডাক্তার আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হুসাইন তালুকদার, ইউনিভার্সিটি অফ ইমাম আল বুখারী ইংল্যান্ড ও জামিয়াতুল আজহারের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আজিজুর রহমান (জার্মানী), ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী মুহাম্মাদ মুসা খান, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি কফিল উদ্দিন, ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তানভীর আহমাদ সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাধারণ শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, সম্মেলন শেষে ২০২৫-২৬ইং সেশনে সভাপতি হিসেবে নূর আহমাদ সহ-সভাপতি মুমতাজ উদ্দিন মাষ্টার ও সেক্রেটারি হিসেবে প্রভাষক মোঃ রহমতুল্লাহ সহ ২৭সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়।