বরগুনার বেতাগীতে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজনে দোয়া অনুষ্ঠান আলোচনা সভা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
বেলা ১১ টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হুমায়ূন কবির মল্লিক।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সারোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মো: মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. শাহীন, যুগ্ম আহবায় আব্দুস সালাম সিদ্দিকী ও মনির হোসেন লাভলুসহ আরো অনেকে।
পরে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এর আগে উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ হুমায়ূ কবির মল্লিকের নেতৃত্বে শোক র্যালী বের করা হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।