বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:২০ অপরাহ্ন

গাইবান্ধার সিজু মিয়ার মৃত্যুর ঘটনার তদন্ত শুরু

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটায় থানার সামনের পুকুর থেকে সিজু মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় একজন এডিশনাল ডিআইজিকে প্রধান করে তিন সদস্যদের কমিটি গঠন করা হয়েছে। ঘটনার তদন্তে মাঠে নেমেছেন তদন্ত কমিটি।

২৯ জুলাই মঙ্গলবার দুপুরে সাঘাটা থানা এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। ঘটনাস্থল পরিদর্শন করে ৩টার দিকে সাংবাদিকদের বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান এডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও যথাযথ ব্যবস্থা গ্রহণই আমাদের লক্ষ্য। পুলিশের ভাষ্য অনুযায়ী গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাইবান্ধার সাঘাটা থানায় প্রবেশ করে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীকে ছুরিকাঘাত করে পুকুরে লাফিয়ে পড়ে সিজু মিয়া। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরের কচুরিপানার মধ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাতনামা হিসেবে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরের দিন শনিবার পুকুরে সিজুকে পুলিশ কর্তৃক পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় তোলপার সৃষ্টি হয়।

পরে সেই দিনই গাইবান্ধা পুলিশ সুপারের কর্যালয় ঘেরাও করে এলাকাবাসী। পরের দিন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করে সচেতন নাগরিক ও স্থানীয়রা। ঘটনাটি তদন্তে রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রংপুর ডিআইজি রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ম্যানেজম্যান্ট রুনা লায়না ও গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলামকে রাখা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু। নিহত সিজু মিয়া গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং গিদারি ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি ও স্থানীয় এক কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..