রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইফরান রহমান বাবু (১৩) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বাবা অসুস্থ থাকায় রোজগারের জন্য গত সোমবার বিকালে ভ্যান নিয়ে বের হয়ে রাতে আর ফিরে আসেনি।
আজ ২৯ জুলাই মঙ্গলবার উপজেলার কুশা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ইফরান রহমান বাবু বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট দামোদরপুর পন্ডিতপাড়া গ্রামের ভ্যানচালক শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ইফরান রহমান বাবুর পিতা অসুস্থ থাকায় হতদরিদ্র পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য স্কুল থেকে বাড়িতে এসে বাবু পিতার ভ্যান নিয়ে বের হয়। রাত ১০টার পরেও বাবু ভ্যান নিয়ে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তার খোঁজ করতে থাকেন।
মঙ্গলবার সকালে লোকমুখে উপজেলার কুশা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীর এলাকায় এক শিশুর গলাকাটা লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে উপস্থিত হয়ে তাকে শনাক্ত করেন। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত এমএ ফারুক হোসেন বলেন, ইফরান রহমান বাবু নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।