বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

রংপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৭৫২ বার পঠিত
রংপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক....................................ছবি: সংগৃহীত

রংপুরে অস্ত্রসহ আহসান ইউসুফ পাভেল নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। এসময় তার বাসা থেকে একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ৩ রাউন্ড তাজা গুলি, চাপাতি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গত ৬ আগস্ট) বুধবার দিবাগত রাত ১২টার দিকে রংপুর নগরীর ধাপ এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।

৭২ পদাতিক ডিভিশনের ৩০ বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু সাজ্জাদ নোয়াব বলেন, নগরীর ধাপ এলাকায় চাঁদাবাজির বিষয়ে আমরা শুনে আসছিলাম। এর আগেও আমরা বিভিন্ন অপারেশন করেছি। তারই ধারাবাহিকতাই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালিয়ে আহসান ইউসুফ পাভেল নামে যুবককে অস্ত্রসহ আটক করা হয়। তিনি বলেন, এ ধরনের অপারেশন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। রংপুর শহর ও জেলার নিরাপত্তা নিশ্চিতের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..