রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অবৈধ বালুর পয়েন্ট থেকে দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় নুর মোহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই দুই শিশুকে হত্যা করে বালুর পয়েন্টে চাপা দিয়ে রাখা হয়েছিল।
গত বুধবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলেন উপজেলার পাইকান এলাকার জাকিরুল ইসলামের ছেলে মারুফ মিয়া (৬) ও একই এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুর রহমান (৭)। এ ঘটনায় নিহত শিশু আব্দুর রহমানের বাবা আব্দুর রশিদ বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। আজ ৭ আগস্ট বৃহস্পতিবার পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া উপজেলার নগরবন্দ বড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ছাত্র মারুফ ও আব্দুর রহমান বিদ্যালয় বন্ধ থাকায় গত মঙ্গলবার সকালে খেলতে বের হয়। এরপর তারা আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর গত বুধবার দুপুরে বাড়ি থেকে ৩শ মিটার দূরে বালুর পয়েন্ট থেকে স্থানীয়রা গলায় রশি পেঁচানো মারুফ মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ওই পয়েন্ট থেকে আব্দুর রহমানেরও লাশ উদ্ধার করে।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান বলেন, শিশুদের হত্যাকান্ডের বিষয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশ এঘটনায় একজনকে গ্রেফতার করে। অন্যান্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।