শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫৭৫২ বার পঠিত
গাইবান্ধায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন...................................ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর (হিঙ্গারপাড়া) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় মামলা দায়েরের পরও অভিযুক্ত আসামিরা ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে ক্ষতিগ্রস্ত রবিউল ইসলামের পরিবারের সদস্যগণ। ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

৮ আগস্ট শুক্রবার সকালে উপজেলার ধাপেরহাট বাজারের গোবিন্দপুর (হিঙ্গারপাড়া) গ্রামবাসী আয়োজিত মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করে। এতে ভুক্তভোগী ব্যবসায়ী রবিউল ইসলাম ও তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, রবিউল ইসলামের সাথে একই গ্রামের আব্দুর রহিম মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।

এরই জের ধরে গত ১৭ জুন রাতে রহিম মিয়া ও তার লোকজন রবিউল ইসলামের বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেয়।
অগ্নিকান্ডে পুড়ে যায় চার কক্ষবিশিষ্ট আধাপাকা ও একটি টিনসেড ঘর এবং একটি মনোহারি দোকান। রবিউল ইসলামের দাবি, আগুনে বাড়ি, নগদ টাকা ও মালামালসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনার তিন দিন পর গত ২০ জুন তিনি সাদুল্লাপুর থানায় রহিম মিয়াসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। কিন্তু দেড় মাস পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি।

এমনকি তদন্তে কোনো অগ্রগতি নেই। উল্টো আসামিরা মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। মানববন্ধনে বক্তারা দোষিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এবিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজউদ্দিন খন্দকার বলেন, অগ্নিসংযোগের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। তদন্ত করে দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..