শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে শেখ হাসিনার ভাতিজাসহ ২৮ জনের নামে মামলা পঞ্চগড়ে নদী থেকে গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার গাইবান্ধায় দু’পক্ষ মুখোমুখি অবস্থান, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে গণপিটুনিতে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন তাড়াইলে সাংবাদিকদের নৌভ্রমণ সিলেট-চারখাই-শেওলা মহাসড়কের কাজ নিয়ে ষড়যন্ত্র করলে আন্দোলনের হুমকি জামিনে বের হয়েই রাতের আধারে ঘর ভেঙ্গে নিলেন যুবদল নেতা মুজিবনগর সীমান্তে ৫১ হাজার ডলারসহ চোরাকারবারী আটক ভারত বসে দেশকে অস্থিতিশীল করার প্লান করছে আওয়ামীলীগ: আলতাফ হোসেন চৌধুরী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শাবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

রংপুরে শেখ হাসিনার ভাতিজাসহ ২৮ জনের নামে মামলা

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৭৫০ বার পঠিত
ছবি: সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কেএম ছায়াদত হোসেন বকুল, সাবেক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা।

গত বুধবার দিবাগত রাতে পীরগঞ্জ থানায় মামলা করেন এনসিপির রংপুর বিভাগীয় সার্স কমিটির (শ্রমিক উইং) প্রধান হাফিজুর সরকার। তিনি উপজেলার মিঠিপুর ইউনিয়নের পানবাজার গ্রামের আব্দুস সামাদের ছেলে। মামলার অন্যান্য অভিযুক্ত হলেন শেখ হাসিনার ভাতিজি জামাই ও জেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম পিন্টু, বড়দরগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা, শানেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহুর রহমান, পীরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না মাস্টার, পাঁচগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়াসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

এছাড়া ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় পাঁচগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আব্দুল কুদ্দুছের ছেলে বাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এতথ্য নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে পীরগঞ্জ বাসস্ট্যান্ডের সড়কে জুলাই আন্দোলনের এক দফা দাবিতে আন্দোলন করা ৪০০-৫০০ ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিলের ওপর আসামিরাসহ অজ্ঞাতনামা দেড়শ থেকে দুইশ জন পূর্বপরিকল্পিতভাবে লাঠি ও ধারালো ছোড়া নিয়ে অতর্কিতভাবে হামলাসহ ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে। এতে করে প্রায় ২০ জন ছাত্র-জনতা আহত হন এবং সন্ত্রাসীরা তাদের মালামাল ছিনিয়ে নেয়। এরই জেরে চলতি বছরের ৬ জুলাই রাতে পীরগঞ্জ থেকে ভ্যানযোগে বাড়ি যাওয়ার সময় আসামিরা বাদী হাফিজুর সরকারের পথ আটকিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং গলা টিপে হত্যার চেষ্টা করে। সেইসঙ্গে হাফিজুর সরকারের পকেটে থাকা ২৫ হাজার ৫০০ টাকা জোর করে বের করে নেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক বলেন, হাফিজুর সরকার ২৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..