বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি বাঙলা কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন কৃষকদের দেয়া সরকারি প্রনোদনা কালোবাজারিতে বিক্রির অভিযোগ মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত মুরাদনগরে শ্রমিক গ্রেফতার ও মিথ্যা মামলার প্রতিবাদে বাস চলাচল বন্ধ মির্জাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত তরুণ নির্মাতা মনজিল হাসানের নাটকে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি তাড়াইলে ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ভূঁইয়া অনু ফ্যমিলি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে উপহার বিতরন নান্দাইলে বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান সরকারি বাঙলা কলেজে ২৫ মার্চ গনহত্যা দিবস-২০২৫ পালন

ধলেশ্বরীতে ট্রলারডুবি : নিখোঁজ স্বজনদের ফিরে পেতে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৬১৫৮ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারকাজ নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন অপেক্ষায় থাকা স্বজনেরা। এরই মধ্যে আজ শনিবার দুপুরে নদীর পাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁরা। প্রশ্ন উঠেছে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ ১০ যাত্রীর উদ্ধার কার্যক্রম নিয়ে।

এদিকে, আজ সকালে চতুর্থ দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিস, নৌ-বাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত উদ্ধারকারী দল।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ঘটনার চার দিনেও নিখোঁজদের সন্ধান না পাওয়ায় স্বজনেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এ কারণে নদীর পাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁরা। সংবাদ পেয়ে ধলেশ্বরী নদীর পাড়ে গিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই সময় ১০ জন নিখোঁজ হয়। তাদের সন্ধানে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসসহ আরও চারটি সংস্থা।

এদিকে, এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান, চালক মো. জসিমউদ্দিন ভূঁইয়া ও সুকানি মো. জসিম মোল্লাকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক বাবু লাল বৈদ্য। এরই মধ্যে লঞ্চটি জব্দ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরির্দশক তরিকুল ইসলাম জানান, মামলায় কুয়াশার মধ্যে আইন না মেনে বেপরোয়া গতিতে লঞ্চ চালিয়ে জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার তিন জনের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডের শুনানি আগামীকাল রোববার হওয়ার কথা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..