যশোরের শার্শা উপজেলার গোগা বাজার থেকে একটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ আলমগীর কোভিদ নামের একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা। আলমগীর কবির শার্শা উপজেলার গোগা গ্রামের আইয়ুব আলীর ছেলে।
আজ শনিবার বিকালে গোটা বাজার এলাকায় অভিযান চালিয়ে আলমগীর কবিরকে আটক করা হয়।
যশোহর র্যাব -৬ কমান্ড নজিবুর রহমান বলেন, তারা গোপন সংবাদ পায় গোটা বাজারের ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের পাশে রোকন ট্রেডার্সের সামনে পাকা রাস্তার ওপর কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী মাদকদ্রব্য ও অস্ত্র ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আলমগীর কবিরকে আটক করা হয়।