রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি বাঙলা কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ইফতার ও দোয়া মাহফিল কিশোরগঞ্জে ইন্নী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন জুলাই গণঅভুত্থানে শহীদ ও আহতদের স্মরণে নান্দাইলে ইফতার ও দোয়া মাহফিল হরিরামপুরের মাঠে মাঠে শোভা পাচ্ছে কৃষকের ‘কালো সোনা পটুয়াখালীতে ভিটামিন “এ” প্লাস ক্যম্পেইন উদ্ভোদন সরকারি বাঙলা কলেজে আন্তর্জাতিক গণিত দিবস-২০২৫ উদযাপন সাভারে এক দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবি: তিনজন গ্রেপ্তার আছিয়া হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের মুরাদনগরে এতিম শিশুদের নিয়ে নবীপুর বন্ধু মহলের ইফতার মাহফিল মুরাদনগরে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে নান্দনিক হলদে আভা ছড়ানো রূপবান সূর্যমুখী

পেলের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের মিছিল

স্পোর্টস ডেস্ক:
  • আপলোডের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৫৮৮৩ বার পঠিত

ইতিহাসের সর্বকালের সেরা ফুটবল খেলোয়াড় পেলের মৃত্যুতে আন্তর্জাতিক ক্রিড়াঙ্গণ তারকাদের পাশাপাশি শোক জানিয়েছেন বিশ্বের রাজনীতিবিদ, সরকারপ্রধান ও বিনোদন জগতের তারকারাও।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক শোকবার্তায় বলেছেন, ‘ক্রিড়ঙ্গণের ইতিহাসে এ পর্যন্ত যত মহান খেলোয়াড়ের আগমন ঘটেছে, তাদের মধ্যে পেলে অন্যতম; এবং একই সঙ্গে তিনি বিশ্বের সবচেয়ে পরিচিত অ্যাথলেটদের মধ্যেও একজন ছিলেন তিনি। খেলাধুলা যে জনগণকে একত্রিত করার শক্তি রাখে, তা তিনি জানতেন। তার পরিবারের সদস্য-স্বজন ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার ভক্তদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পৃথক এক শোকবার্তায় বলেন, ‘মানুষকে একত্রিত করার যে শক্তি খেলাধুলার আছে, তা আর কোনো কিছুর মধ্যে নেই। খুবই দরিদ্র একটি পরিবার থেকে তিনি উঠে এসে লিখেছেন অনবদ্য এক সাফল্যের ইতিহাস। আমার ও জিলের পক্ষ থেকে তার পরিবারের সদস্য ও ভক্তদের প্রতি সমবেদনা।’

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফের্নান্দেজ এক শোকবিবৃতিতে বলেছেন, ‘ইতিহাসের সবচেয়ে মহন খেলোয়াড়দের একজন আজ আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা অবশ্যই সেই সব বছরকে স্মরণে রাখব, যখন খেলার মাঠে পেলে তার নৈপুণ্য দিয়ে বিশ্বকে চমকে দিতেন। তার পরিবার ও সাধারণ ব্রাজিলিয়ান, যারা পেলেকে তাদের হৃদয়ে বহন করবেন আজীবন— আর্জেন্টিনার জনগণের পক্ষ থেকে তাদের জন্য একটি আন্তরিক শক্ত আলিঙ্গন।’

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ও ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শচীন তেন্ডুলকার এক টুইটবার্তায় পেলেকে স্বরণ করে বলেছেন, ‘তার মৃত্যু কেবল ফুটবলের জন্যই নয় পুরো ক্রীড়াবিশ্বের জন্য এক বিশাল ক্ষতি। দ্বিতীয় আর একজন পেলে আর আর কখনও পাবো না। আপনার স্মৃতি চিরদিন সমুজ্জল থাকবে, শান্তিতে বিশ্রাম নিন পেলে!’

ফুটবলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা ফিফার প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফ্যান্তিনো এক শোকবার্তায় বলেন, ‘ফুটবলে তার অবদান প্রকাশ করার মতো উপযুক্ত শব্দ কোনো ভাষায় নেই। আজ পেলে আমাদের এই জগত থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তিনি চিরদিন তার কীর্তির মধ্যে অমর হয়ে থাকবেন। পেলের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

একাধিকবার অস্কার পুরস্কারজয়ী হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন এক শোকবার্তায় বলেছেন, ‘তিনি ছিলেন একজন মহান ফুটবলার এবং সেই সঙ্গে খুবই ভালো একজন মানুষ। শান্তিতে বিশ্রাম নিন, পেলে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক শোকবার্তায় বলেন, ‘পেলে ছিলেন বৈশ্বিক ফুটবল সুপারস্টার। ব্রাজিলের বাইরে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তার জনপ্রিয়তা। তার এই প্রয়াণে ক্রীড়াবিশ্বের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার শোকবার্তায় বলেন মাত্র তিনটি শব্দ, ‘খেলা। রাজা। অমরত্ব।’

আর্জেন্টিনার ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে পেলেকে স্মরণ করে লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন, পেলে।’

১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের মিনাস গেরিয়াস প্রদেশের ত্রেস কোরাকোস শহরের এক হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া পেলে তার অসাধারণ ক্যারিয়ার সাফল্য ও ক্রীড়ানৈপুন্যের কারণে ফুটবল বিশ্বের কিংবদন্তি হিসেবে পরিচিত। ব্রাজিলে তিনি পরিচিত ছিলেন ‘ও রেই’ বা ‘রাজা’ নামে।

চলতি ২০২২ সালে ৮২ বছর পূর্ণ করেন পেলে। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা ও ক্যান্সারে আক্রান্ত হয়ে কিছুদিন আগে ব্রাজিলের সাওপাওলো শহরের অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

সূত্র : রয়টার্স

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..