বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

৬ জনের পদোন্নতি হলো সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮৩৪ বার পঠিত

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। সাংগঠনিকভাবে দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসে বাংলাদেশি জনগণের মাঝে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা ও বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব সম্পর্কে অবহিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। সংগঠনটি প্রতিষ্ঠা করেন তরুণ সংগঠক বাপ্পি সরদার। বর্তমানে দেশ ও দেশের বাইরে সদস্য সংখ্যা ১ লাখ ৫০ হাজারের বেশি। ইতোমধ্যে লক্ষাধিক বৃক্ষরোপণ, ৫০০ শতাধিক সভা -সেমিনার , গবেষণাপত্র প্রকাশ, পরিবেশ বিষয়ক ২ টি বই প্রকাশ, বাৎসরিক গ্রিনম্যান অ্যাওয়ার্ড প্রদান, সবুজ বাঁচাও ফুটবল ম্যাচ, শিক্ষা উপকরণ বিতরণ, নারী ও শিশু জীবনমান উন্নয়নে ধারাবাহিক কর্মসূচি পালন করে যাচ্ছে সংগঠনটি। সাংগঠনিক তৎপরতা আরো বেগবান করার জন্য কেন্দ্রীয় কমিটিতে গতকাল ৫ ডিসেম্বর সন্ধ্যায় ৬ জনকে পদোন্নতি দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার ও মহাসচিব মহসিন সিকদার পাভেল স্বাক্ষরিত চিঠিতে তা উল্লেখ করা হয়েছে। যারা রয়েছেন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ তিনি চট্টগ্রাম মহানগরের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন এর পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে সহ -শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তাকে চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক হাজী মোঃ নুরুল কবিরকে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরানকে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, বরিশাল জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মারুফ উল করিম চৌধুরীকে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক, নরসিংদী জেলার সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আল আমিন রহমানকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি কবি মির্জা আনোয়ার পারভেজকে সহ- সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা বাপ্পি সরদার বলেন, আমাদের ক্ষুদ্র অবস্থান থেকে নিজস্ব অর্থায়নে ধারাবাহিকভাবে প্রতিদিন কিছু না কিছু কাজ করার চেষ্টা করছি। আশা করি আসন্ন নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দলের ইস্তেহারে পরিবেশ সম্পর্কিত সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকবে। এজন্য প্রত্যেকটি গণমাধ্যমে রাজনৈতিক দলের পরিবেশ বিষয়ক কোন নির্দেশনা থাকছে কিনা এ বিষয়ে সংবাদ প্রচার করা আহবান জানাচ্ছি। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সবুজায়ন ধ্বংস করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে যা পরিবেশ কর্মীদের হতাশ করছে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পরিবেশ সমুন্নত রেখে প্রকল্প বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি।

মহসিন শিকদার পাভেল বলেন, আজকে যাদেরকে পদোন্নতি দেওয়া হলো প্রত্যেকে ই কয়েক বছর ধরে সংগঠনকে এগিয়ে নিতে কাজ করছে। আশা করি প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজের গতিকে বাড়িয়ে জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন। আগামী প্রজন্মের নিরাপদ বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে এগিয়ে আসতে হবে।

পরিচালনা পরিষদের সকল সদস্যদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিতে পদোন্নতি পাওয়া সবাইকে শুভেচ্ছা জানানো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..