মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
জলাবদ্ধতায় পটুয়াখালী শহরবাসীর চরম ভোগান্তি গাইবান্ধায় ২৪০ লিটার চোলাইমদসহ আটক ৩ নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের মৃত্যু বিয়ের তথ্য গোপন করে প্রেম,সীমান্ত পেরিয়ে এসেও ফিরে গেলেন সেই ভারতীয় প্রেমিক মেহেরপুরে আদালতের নির্দেশে ছাত্রলীগ-আ.লীগের ৭ নেতা জেলহাজতে বরগুনার ভূতমারা খালটি কচুরি পানা ও অবৈধ স্থাপনা অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি পেশ আগামীকাল মেহেরপুর আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) নেতৃবৃন্দ আমতলীতে কক্ষ পরিদর্শকের কাছে স্মার্ট ফোন পাওয়ায় শিক্ষক বহিষ্কার হেলমেট না পরে মোটরসাইকেল চালানোয় পুলিশের বাধা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান ড.ইউনূসের

ঢাকা-চট্টগ্রাম রুটে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৫৮১৬ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম রুটে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চলমান বন্যার পানিতে রেললাইন ও সড়কের বিভিন্ন স্থান ডুবে যাওয়ায় ট্রেন ও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

চট্টগ্রাম থেকে দোহাজারী, কক্সবাজার ও বিশ্ববিদ্যালয় রুটেও কোনো ট্রেন আজ চলাচল করেনি। সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনে কোনো ট্রেন আসেনি বা ছেড়ে যায়নি। সড়কপথে চট্টগ্রামের সাথে কক্সবাজার ও বান্দরবান জেলার যোগাযোগ স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ি রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ফেনী ও কুমিল্লার বিভিন্ন স্থানে রেললাইন পানিতে ডুবে যাওয়ায় গতকাল দুপুরের পর থেকে আর কোনো ট্রেন চলাচল করেনি। সিলেটের কয়েকটি স্থানেও রেললাইনে পানি উঠেছে এবং একটি রেল সেতু পানিতে ডুবে গেছে। পাহাড় ধসের কারণে কক্সবাজার রুটের ট্রেনও বন্ধ রাখা হয়েছে। দোহাজারী-ষোলশহর এলাকায় রেললাইন পানিতে ডুবে যাওয়ায় নাজিরহাট ও দোহাজারীর রুটের লোকাল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুজ্জামান আজ বাসস’কে জানান, চলমান বন্যার কারণে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।

এদিকে, আজ ঢাকা-চট্টগ্রাম রুটে সব ধরণের বাস চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র কক্সবাজার ও বান্দরবান রুটে বাস চলাচল স্বাভাবিক থাকলেও খাগড়াছড়িসহ অন্যান্য সব রুটে বাস চলাচল করতে পারছে না।

শ্যামলী, এনআর বাস সার্ভিস লিমিটেড চট্টগ্রামের ম্যানেজার আমজাদ হোসেন রুমন বাসস’কে জানান, বিভিন্নস্থানে বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় আমরা প্রায় সব রুটে বাস বন্ধ রাখতে বাধ্য হয়েছি। আজ সকাল থেকে ঢাকার উদ্দেশে এসি, নন-এসি কোনো ধরণের বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি। কক্সবাজার ও বান্দরবানে বিভিন্ন পরিবহনের কিছু বাস চলাচল করেছে। রাস্তা থেকে পানি নেমে গেলে আমরা সবগুলো রুটে বাস ছাড়ার উদ্যোগ নেবো।

তিনি আরো বলেন, মূলত গতকাল ১২টার পর থেকে আমাদের কোনো বাস ঢাকার উদ্দেশে যাত্রা করেনি। এর আগে ছেড়ে যাওয়া গাড়িগুলো বেশ কষ্টে গন্তব্যে যেতে পারলেও পরে ছাড়া সবগুলো বাস ফেনীতে আটকা পড়ে। এসব বাসকে আবার চট্টগ্রামে ফিরিয়ে আনা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..