মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৭ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা তাদের জামিন আবেদন নাকচ করে এই নির্দেশ দেন। আদালতে হাজির হয়ে পুনরায় জামিন প্রার্থনা করলে বিচারক তা মঞ্জুর না করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, আমদহ ইউনিয়ন পরিষদের সদস্য দরুদ আলী, বড় বাজার এলাকার ব্যবসায়ী ও তহবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি রবিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কাজল দত্ত, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাশেদুল ইসলাম আনন্দ, আসলাম খান পিন্টু এবং সামিরুল।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর শহরের একটি আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে এই জি আর ২৬৩/২০২৪ নম্বর মামলাটি দায়ের করা হয়। পরে আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। জামিনের মেয়াদ শেষে তারা আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।