সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন চায় ডিআরইউ ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের বিশেষ সাধারণ সভা নেপালকে হারিয়ে জয়ে ফিরল বাংলাদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়ে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু মুরাদনগরে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ তিন দশকের শিক্ষার্থীদের নিয়ে ক্লাব নটরডেমিয়ান্সের লিগেসি নাইট দুবাই গোল্ড সূকে নতুন বিনিয়োগে এগোচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যৎ

হয় কাজ বন্ধ করবি, নইলে তোকে মেরে ফেলবো:সংবাদ সম্মেলনে অভিযোগ।

রাসেল মিয়া (বরগুনা) আমতলী:
  • আপলোডের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৭৯৩ বার পঠিত

হয় তুই কাজ বন্ধ করবি, নইলে তোকে মেরে ফেলবো। তোর ছেলে আমেরিকা থাকলে কি হবে? তুই একা বাড়ীতে থাকো তোকে মেরে ফেললেও তোর ছেলে কিছুই করতে পারবে না। রবিবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে হালিম মহুরীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন মেরিন ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম রাসেলের বাবা মজিবুর রহমান সিকদার। হালিম মহুরী ও তার সহযোগীদের ভয়ে তিনি ভীত। তার ভয়ে তিনি ঘর থেকে বের হতে পারছেন না। পুলিশ প্রশাসনকে দ্রæত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মজিবুর রহমা সিকদার বলেন, আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার ১৯৮৪ সালে কালু আকন, লতিফ ফকির ও আব্দুল আজিজের কাছ থেকে ১৯ শতাংশ জমি ক্রয় করি। ওই জমিতে ঘরবাড়ী নির্মাণ করে গত ৪১ বছর ধরে বসবাস করে আসছি। আমার ছেলে মেরিন ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম রাসেল বর্তমানে আমেরিকা আছেন। গত ১০ দিন আগে আমি আমার জমিতে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করি। গত শনিবার হালিম মহুরী ও তার সহযোগীরা আমাকে ভবনের নির্মাণ কাজে বাঁধা দেয় এবং কাজ বন্ধ না করলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। তাদের ভয়ে ঘর থেকে বাহিরে বের হতে পারছি না। তিনি আরো অভিযোগ করেন, হালিম ও তার লোকজন তাকে হুমকি দিচ্ছে, হয় তুই কাজ বন্ধ করবি, নইলে তোকে মেরে ফেলবো। তোর ছেলে আমেরিকা থাকলে কি হবে? তুই একা বাড়ীতে থাকো তোকে মেরে ফেললেও তোর ছেলে কিছুই করতে পারবে না। মজিবুর রহমান পুলিশ প্রশাসনের কাছে হালিমের এমন কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন। সংবাদ সম্বেলনে তিনি আরো বলেন, হয়রানী করতে হালিম তার লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ও আমার ছেলের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালাচ্ছে। যা মানহানির সামিল। যে সকল আইডি দিয়ে মানহানিকর অপপ্রচার চালাচ্ছেন তারা যদি ২৪ ঘন্টার মধ্যে ভুল স্বীকার না করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে হালিম মহুরীর মেয়ে লিমা সায়েন্তি বলেন, আমি ব্যস্ত আছি। এ বিষয়ে কথা বলতে পারবো না।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, দুই পক্ষের মধ্যে একটি জমি নিয়ে ঝামেলা রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..