মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

নবরস’র ‘উনপুরুষ’ আবারও মঞ্চে

সাজিদুর রহমান সজিব
  • আপলোডের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫৭৫২ বার পঠিত

নবরস নৃত্য ও নাট্যদল পুনরায় মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের প্রথম প্রযোজনা ‘উনপুরুষ’। আগামী শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলী রোডের বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

২০১৮ সালে প্রতিষ্ঠিত “নবরস” দীর্ঘ প্রস্তুতি ও পরিশ্রমের পর ২০২৩ সালে মঞ্চে আনে তাদের প্রথম নাটক ‘উনপুরুষ’। নাটকটি এমন একজন মানুষের গল্প, যার আত্মপরিচয় সমাজের প্রচলিত কাঠামোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। পরিচয়ের স্বীকৃতি না পেয়ে তার জীবন হয়ে ওঠে দোটানা ও সংকটে ভরা।

নাট্যকার অপু মেহেদী বলেন, “জন্মসূত্রে প্রাপ্ত পরিচয়ই মানুষের একমাত্র পরিচয় নয়। নিজের অভিজ্ঞতা, অনুভূতি ও বোধ থেকেই গড়ে ওঠে সত্যিকারের আত্মপরিচয়। কিন্তু এই পথ সমাজ মেনে নিতে চায় না বলেই কেউ কেউ হয়ে ওঠে বিপন্ন।” নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও মঞ্চের পরিচিত মুখ “সালমান শুভ চৌধুরী “। এই নাটকে অভিয়ের জন্য তাকে ১২ কেজি ওজন কমাতে হয়েছে।

নাটকটির নির্দেশক সৈয়দা শামছি আরা সায়েকা বলেন, “সমাজের অসংগতিগুলো চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়াস থেকেই ‘উনপুরুষ’-এর মঞ্চায়ন। এমন গল্প নিয়ে মঞ্চে খুব কমই কাজ হয়েছে। দর্শকদের জন্য এটি এক নতুন অভিজ্ঞতা হবে।”

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও মঞ্চনাটকের পরিচিত মুখ সালমান শুভ চৌধুরী। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ওয়াজিদ, কাশিফ আলফি আহমেদ, সৈয়দা শামছি আরা সায়েকা, জয় খান, নুসরাত জাহান বন্যা, সবুজ খান, সুকন্যা সাকিরা, গোলাম মোর্শেদ, সানি ও বাঁধন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..