শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠীর চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ রংপুরে ব্যাংকের সিকিউরিটির কাছ থেকে ৩টি বন্দুকসহ ১৫ রাউন্ড গুলি উদ্ধার গাইবান্ধায় কিশোরীকে উদ্ধারের সময় র‌্যাবের ওপর হামলা, গ্রেফতার ৩ রংপুরে ভাস্কর্য অর্জন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিল জুলাই যোদ্ধারা তিস্তা নদীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার শান্তি মার্ডির পায়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্নে ভাসছে দেশ গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বক্তব্য গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হলদিয়া গুরুদল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পরিচিতি সভা

ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠীর চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

খুলনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৭৫০ বার পঠিত

রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী ২০২৫ উপলক্ষে ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠীর সংগঠনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । গত (১৮ জুলাই ২০২৫) শুক্রবার সকালে খুলনার বয়রা ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠী সংগঠনে কার্যালয়ে সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকালে কবিতা আবৃত্তি অনুষ্ঠান হয়।

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে এবং চিত্রশিল্পে আগ্রহ সাংস্কৃতিক চর্চা বাড়াতেই এ আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রতিযোগিতায় অংশ নেয় ৫ থেকে ১৮ বছর বয়সী প্রায় ২৫ থেকে ৩০ জন প্রতিযোগী।

তিনটি গ্রুপে ভাগ করে আয়োজন করা হয় প্রতিযোগিতা—ক, খ ও গ গ্রুপ। প্রতিটি গ্রুপে চিত্র অংকন প্রতিযোগিতা কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

ছিল একটি করে নির্দিষ্ট বিষয়, যেমন
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাকৃতিক দৃশ্য ছবি।
(ক) গ্রুপের কাজী নজরুল ইসলাম খুকি ও কাঠবিড়ালি কবিতা।
(খ)গ্রুপের কাজী নজরুল ইসলামের খাঁদু দাদু কবিতা
(গ) গ্রুপের রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতা আবৃত্তি করা হয়।

এতে বিচারকের দায়িত্ব পালন করেন কবি এম এম তৈয়বুর রহমান, প্রশান্ত হালদার ও পরিমল কুমার মল্লিক, আরো উপস্থিত ছিলেন মোঃ হাসানুজামান, ত্রিকাল সাংস্কৃতিক গোষ্ঠী সংগঠনের সাধারণ সম্পাদক রওশন আরা বিল্লাহ, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃআসাদুল ইসলাম।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের সৃজনশীলতা ফুটিয়ে তোলেন ক্যানভাসে।

উপস্থিত বিচারকেরা শিশুদের আঁকা ছবিগুলো দেখেন ও আবৃত্তি শুনে প্রশংসা করেন তাদের প্রতিভার জন্য।

আয়োজক সংগঠনের সভাপতি কবি জাতীয় উপস্থাপক,গীতিকার, নাট্যকার,নাট্যশিল্লী,বাংলাদেশ বেতার এস এম হুসাইন বিল্লাহ বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে শিল্প-সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করাই আমাদের মূল উদ্দেশ্য।”

এই প্রতিযোগিতা ঘিরে শিশুদের মাঝে ছিল দারুণ উৎসাহ ও উদ্দীপনা। অভিভাবকরা এমন আয়োজনের প্রশংসা করে জানান, নিয়মিত এমন আয়োজন শিশুদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আগামী (২৫ জুলাই ২০২৫) শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় ত্রিকাল সংগঠনের কার্যালয় অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..