রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাই গোল্ড সূকে নতুন বিনিয়োগে এগোচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যৎ ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের পক্ষ থেকে পপুলার লাইফ ইন্সু: এর সি: ডিএমডি’কে সম্মাননা স্মারক প্রদান নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন কেন্দ্র দখল হলে পুরো কেন্দ্রের ভোট বাতিল: সিইসি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু চির নিদ্রায় শায়িত হলেন জাতি গড়ার অমিয় কারিগর মতিয়ুর রহমান ভুইয়া মঞ্জু জুলাই বিপ্লবের বর্ষপুর্তি উপলক্ষে নলছিটিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মরণোত্তর বীমা দাবীর চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রংপুরে হবে ৫৬০ শয্যার বিশেষায়িত হাসপাতাল: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান

বরগুনা জেলার তিনটি আসন ফেরতের দাবিতে আমতলীতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৭৫৬ বার পঠিত
বরগুনা জেলার তিনটি আসন ফেরতের দাবিতে আমতলীতে মানববন্ধন--------------- সংগৃহীত ছবি

বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আমতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সড়কে সহস্রাধিক মানুষ এতে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে তিনটি সংসদীয় আসন ফেরত দেওয়ার আহ্বান জানান।

জানা গেছে, ছয়টি উপজেলা নিয়ে গঠিত উপকূলীয় বরগুনা জেলার আয়তন ১,৮৩১.৩১ বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় ১২ লাখ ৫০ হাজার। স্বাধীনতার পর থেকে এ জেলায় বরগুনা-১, বরগুনা-২ এবং বরগুনা-৩ নামে তিনটি আসন ছিল। পায়রা ও বিশখালী নদীর ভৌগলিক অবস্থান বিবেচনায় বিভক্ত এ আসনগুলো ২০০৮ সালের ১০ জুলাই তৎকালীন ১/১১ সরকার সমর্থিত নির্বাচন কমিশন দুইটি আসনে সংকুচিত করে। বর্তমানে বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলা মিলে বরগুনা-১ আসন এবং পাথরঘাটা, বেতাগী ও বামনা উপজেলা নিয়ে বরগুনা-২ আসন গঠন করা হয়। এতে জেলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত হয়ে আসছে বলে অভিযোগ ওঠে।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন খসড়া গেজেট প্রকাশ করলেও বরগুনায় তিনটি আসন পুনর্বহালের উদ্যোগ নেয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে ১০ আগস্ট ১৩০ জন ব্যক্তি লিখিত আপিল করেন। আগামী ২৫ আগস্ট এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক অ্যাডভোকেট মজিদ মল্লিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ভিপি মানুন, সদস্য সচিব তুহিন মৃধা, এনএসএস নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বাদল, পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির, বিআরডিবির চেয়ারম্যান মাইনুদ্দিন মামুন, সৈয়দ আসাদুজ্জামান কাওসারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

বরগুনা জেলা বিএনপির সদস্য ও বিএনপির প্রয়াত মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনের সাবেক এপিএস ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, “সুষম উন্নয়ন, প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর সংসদে পৌঁছানো এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নদী ভাঙন প্রতিরোধে বরগুনায় তিনটি আসন পুনর্বহাল জরুরি।”

সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিদ মল্লিক বলেন, “ভৌগলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে নির্বাচন কমিশন বরগুনার তিনটি সংসদীয় আসন পুনর্বহাল করবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..