শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যানের সরকারি অফিসের চেয়ারে বসে তরুণীর টিকটক ভিডিও আমতলীতে যুবদল নেতার জামায়াতে যোগদান মুরাদনগরে সংবর্ধনায় সিক্ত হলেন নেত্রকোনার নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান ভূতাইল সেতুবন্ধন প্রবাসী মানব কল্যাণ সংগঠনের আহ্বায়ক কমিটি ঘোষণা রংপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় পুলিশের তল্লাশি তাড়াইলে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ বেতাগীতে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আমতলীতে কলেজ ছাত্রী অপহরণ মামলার দুই আসামী গ্রেপ্তার বন্ধ হচ্ছে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি সহ তিন স্থলবন্দর-উপদেষ্টা পরিষদ যে বয়সে বই-খাতা হাতে স্কুলে থাকার কথা, সেই বয়সে অটোরিকশার স্টিয়ারিং হাতে শিশুরা

আট দিনেও উদ্ধার হয়নি অপহৃত কলেজ ছাত্রী

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৭৬১ বার পঠিত
বাদল মন্ডল ------- সংগৃহীত ছবি

বরগুনার আমতলীতে অপহরণের আট দিন পার হলেও উদ্ধার হয়নি অপরূত কলেজ ছাত্রী। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। ছাত্রীর বাবার আশঙ্কা, ধর্ষণের পর তার মেয়েকে হত্যা করতে পারে অপহরণকারী বাদল মন্ডল ও তার সহযোগীরা।

জানা গেছে, উপজেলার উত্তর টেপুড়া গ্রামের কলেজপড়ুয়া ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর আগস্তি গ্রামের ধলু মন্ডলের ছেলে বাদল মন্ডল (২০)। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় বাদল। গত ১৮ আগস্ট সকালে বাদল মন্ডল, সমির নেপ্তি ও সবুজ হাওলাদারসহ ৫-৬ জন মিলে ছাত্রীকে বাড়ি থেকে মোটরসাইকেলে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় পরিবার বাধা দিলে তাদের মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখানো হয়।

ঘটনার পরদিনই ছাত্রীর বাবা আমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু পুলিশ তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে তিনি গত রবিবার বাদল মন্ডলকে প্রধান আসামি করে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। অপহরণের আট দিন পেরিয়ে গেলেও এখনও মেয়েকে ফিরে না পাওয়ায় হতাশ ও আতঙ্কিত পরিবার।

কান্নাজড়িত কণ্ঠে ছাত্রীর বাবা বলেন, আমার মেয়েকে বাদল মন্ডল, সমির নেপ্তি, সবুজ হাওলাদার ও তাদের সহযোগীরা দিবালোকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে গেছে। আমরা বাঁধা দিলে আমাদের মারধর করেছে। আমি আশঙ্কা করছি, তারা আমার মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করবে।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অপহৃতাকে উদ্ধারে এবং অপহরণকারীদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..