ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর পক্ষ থেকে মির্জাগঞ্জের কৃতি সন্তান ও এসিআই লিঃ এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর বশির আহম্মেদ’কে সম্মাননা স্মারক ও সংগঠন কর্তৃক প্রকাশিত ‘পায়রার ডাক’ স্মরনিকা প্রদান করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক ও ‘পায়রার ডাক’ স্মরনিকা প্রদান করেন সংগঠনের সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সজীব ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শিশির।
উল্লেখ্য, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর অভিষেক অনুষ্ঠান ও সংগঠন কর্তৃক প্রকাশিত ‘পায়রার ডাক’ স্মরনিকা মোড়ক উম্মোচন অনুষ্ঠান গত ৮ আগস্ট (শুক্রবার) রাজধানীর এক অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এসিআই লিঃ এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর বশির আহম্মেদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তারই পরিপ্রেক্ষিতে তার তেজগাঁওয়ের কার্যালয়ে এ সম্মাননা স্মারক তার হাতে তুলে দেয়া হয়।
বশির আহম্মেদ সম্মাননা প্রদানের জন্য ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর নেতৃবৃন্দসহ সংগঠনের সকলকে ধন্যবাদ জানান। এ ছাড়াও তিনি মির্জাগঞ্জের সমস্যা সমূহ চিহিৃত করে লেখনীর মাধ্যমে তুলে ধরার জন্য ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরাম (এমজেএফ) এর সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং তিনিও মির্জাগঞ্জের উন্নয়নের যে কোন প্রয়োজনে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।