রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটুয়াখালী জেলা বিএনজিপির ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন তাড়াইলে প্রথমবারের মতো গণসংযোগ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় খেলাফত মজলিসের এমপি প্রার্থীর ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি জুলাই সনদে স্বাক্ষর প্রশ্নে যা বলছেন এনসিপির নেতারা শাহজালালে কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, ফ্লাইট শুরু কেরানীগঞ্জে পলের গণসংযোগে বাধার অভিযোগ নান্দাইলে রাজগাতী, গাংগাইল ও মুশুলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন ১৮ বছর ধরে প্রভাবশালীদের দখলে সরকারি রাস্তা — ফেরত চেয়ে মোরেলগঞ্জে ভুক্তভোগীদের মানববন্ধন মান্যবর প্রধান উপদেষ্টা, কাঁদছে প্রিয় শিক্ষক সমাজ ও প্রিয় স্বদেশ !

১৮ বছর ধরে প্রভাবশালীদের দখলে সরকারি রাস্তা — ফেরত চেয়ে মোরেলগঞ্জে ভুক্তভোগীদের মানববন্ধন

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
  • আপলোডের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৭৫৬ বার পঠিত
মোরেলগঞ্জে ভুক্তভোগীদের মানববন্ধন .................................ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১১ নং বহরবুনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে প্রায় ১৮ বছর ধরে দখলে থাকা একটি সরকারি রাস্তা পুনরুদ্ধার ও সংস্কারের দাবিতে স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে হোগলাবুনিয়া ফরাজি বাড়ি জামে মসজিদ থেকে সূর্যমুখী কে.পি. সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সংযোগকারী প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“সরকারি রাস্তা পুনরুদ্ধার করো — জনগণের চলাচলের অধিকার ফিরিয়ে দাও” — এমন স্লোগানে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও প্রবীণ নাগরিক।

বক্তারা অভিযোগ করেন, প্রায় দুই দশক আগে এলাকার একটি প্রভাবশালী মহল সরকারি এই গুরুত্বপূর্ণ সড়কটি অবৈধভাবে ঘেরের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়। এতে হোগলাবুনিয়া ও সূর্যমুখী গ্রামের পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি এলাকার হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় শিক্ষক এইচ. এম. গিয়াস হোসেন বলেন, “এই সংযোগ সড়কটি ছিল দুই গ্রাম ও আশপাশের ইউনিয়নের মানুষের একমাত্র যাতায়াতের পথ। এখন সেটি দখলে চলে যাওয়ায় সাধারণ মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। আমরা দ্রুত রাস্তাটি দখলমুক্ত করে সংস্কারের দাবি জানাচ্ছি।”

গৃহবধূ লুৎফা বেগম বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তা দখল ও সংস্কারহীন থাকায় আমাদের শিশুদের স্কুলে যেতে কষ্ট হয়। মসজিদ-মন্দিরে যাওয়া এমনকি বিশুদ্ধ পানির উৎসেও পৌঁছাতে ঘুরপথে যেতে হয়।”

কৃষক মো. দুলাল ফরাজি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রতিদিন এই রাস্তায় চলাচল করতাম। এখন বিকল্প পথ না থাকায় অনেক সময় রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে দেরি হয়।”

মানববন্ধনে সভাপতিত্ব করেন হোগলাবুনিয়া একতা যুবসংঘের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. সবুজ ফরাজী।
তিনি বলেন, “সরকারি রাস্তা জনগণের জন্য, কোনো ব্যক্তির দখলে থাকার অধিকার নেই। প্রশাসনের কাছে আহ্বান—রাস্তাটি দ্রুত দখলমুক্ত ও সংস্কার করা হোক, যাতে গ্রামের মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।”তিনি আরও যোগ করেন,
“আমরা সংঘাত নয়, শান্তিপূর্ণ সমাধান চাই। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ নেয়, তবে মানুষ আবারও তাদের প্রাপ্য রাস্তা ফিরে পাবে।”

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন গৃহিনী ফাতেমা আক্তার, মাজেদা বেগম, শিক্ষার্থী মরিয়ম আক্তার, সমাজসেবক রুহুল আমিন ফরাজি, ইলিয়াস ফরাজি, সাকিল ফরাজিসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।বক্তারা একবাক্যে বলেন,
“সরকারি রাস্তা জনগণের সম্পদ। জনগণের চলাচলের অধিকার ফিরিয়ে দিতে হবে। অবিলম্বে রাস্তাটি দখলমুক্ত ও সংস্কারের উদ্যোগ না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”

শেষে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান—“সরকারি রাস্তা জনগণের, তাই জনগণের চলাচলের অধিকার নিশ্চিত করাই হোক প্রশাসনের অঙ্গীকার।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..