বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংবিধানের ঊর্ধ্বে নয় কোনো সনদ: জুলাই গণহত্যা ও ’৭১-এর বিচার একসঙ্গে চায় বিএনপি নেতা ড. কাজী মনির রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা মান্যবর প্রধান উপদেষ্টা শিক্ষা ও শিক্ষক সম্প্রদায়কে বাঁচতে দিন ! বাড়ী ভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধির দাবীতে আমতলীতে মানববন্ধন ও বিক্ষোভ নান্দাইলে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত জীবিকা নিয়ে দিশেহারা জেলেরা রয়েছে কিস্তি আর দাদনের চাপ তাড়াইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোরেলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী পটুয়াখালীতে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: পানগুছি নদীতে প্রশাসনের যৌথ টহল

সংবিধানের ঊর্ধ্বে নয় কোনো সনদ: জুলাই গণহত্যা ও ’৭১-এর বিচার একসঙ্গে চায় বিএনপি নেতা ড. কাজী মনির

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫৭৫২ বার পঠিত

সংবিধানের ঊর্ধ্বে কোনো সনদ বা চুক্তিকে আইনি কাঠামো দেওয়া স্বাধীন দেশের জন্য সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ড. কাজী মনির।

তিনি এ মন্তব্য করেন জাতীয় প্রেসক্লাবে “জাতীয় গণতন্ত্র মঞ্চ” কর্তৃক আয়োজিত ‘জুলাই সনদ ও গণভোট’ শীর্ষক আলোচনা সভায়।

বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত ওই সভায় ড. মনির বলেন,

> “সংবিধানই রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন। এর বাইরে গিয়ে কোনো দলীয় সনদ বা ঘোষণা আইনি কাঠামো পেতে পারে না। এটি জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী।”

ড. মনির আরও বলেন, স্বাধীনতার ইতিহাস ও জাতির মর্যাদা রক্ষায় ‘জুলাই সনদ’ পাসের গণভোট, জুলাই গণহত্যা ও ১৯৭১ সালের গণহত্যা বিচারের গণভোট একসঙ্গে আয়োজন করা প্রয়োজন। তাঁর মতে, এই দুই ঘটনার বিচার ও স্বীকৃতি জাতিকে কলঙ্কমুক্ত করবে এবং ন্যায়বিচারের পথ সুগম করবে।

তিনি বলেন,

> “বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হলে ইতিহাসের বিকৃতি বন্ধ করতে হবে। জনগণের রায়েই নির্ধারিত হোক—কে সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।”

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ড. মনির বলেন,

> “দেশের গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষায় সংবিধানকে সর্বোচ্চ মর্যাদায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে ক্ষমতার লড়াইয়ের বাইরে এসে জনগণের ন্যায্য দাবি ও ইতিহাসের সত্য স্বীকার করতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের কাঙ্ক্ষিত বাজারদর নিয়ন্ত্রণ, ঘুষ-দুর্নীতি রোধ, সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠা, সন্ত্রাস-ধর্ষণ-চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে রাজনৈতিক সদিচ্ছা ও নৈতিক নেতৃত্বের বিকল্প নেই।

বিবৃতির শেষাংশে ড. কাজী মনির আশা প্রকাশ করেন,
> “কলঙ্কমুক্ত হোক বাংলাদেশ, প্রতিষ্ঠিত হোক গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..