বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সভাপতির পদত্যাগের দাবিতে আল্টিমেটাম কক্সবাজারে বিতর্কিত ব্যবসায়ী জসিমের শাস্তি দাবিতে বিক্ষোভ বেতাগীতে চাঁদাবাজী ও সালিশ-বানিজ্য রুখতে বিএনপি’ র মাইকিং যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর : শারমীন এস মুরশিদ দাভোসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠক : তুলে ধরা হবে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান শীর্ষস্থানীয় বিশ্ব নেতাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক : চুরি যাওয়া সম্পদ ফেরত পেতে সহায়তা কামনা ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল

পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হলো “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮৪০ বার পঠিত

“উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্ণীতির বিরুদ্বে আমরা ঐক্যবদ্ধ” এমনই শ্লোগানে পটুয়াখালী জেলা প্রশাসন এর সহযোগীতায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে নানা কর্মসূচি পালিত হয়।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তলন ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসুচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জনাব শিরীন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ নুর কুতুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, দুদক উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সিভিল সার্জন মোঃ এস এম কবির হাসান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবে’র সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান সাধারন সম্পাদক এম নাজিম উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দুদক দুটি বিষয় নিয়ে নিয়মিত কাজ করছে। একটি দুর্নীতি দমন ও অপরটি দুর্নীতি প্রতিরোধ। এছাড়াও দুর্নীতির মামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে নিরুৎসাহিত করেন।
এছাড়াও দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির কূফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহরের সোনালি ব্যংকের সামনে বঙ্গবন্ধু মোড়ালে পাদদেশে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পটুয়াখালী জেলা প্রশাসন, দুদক এর অফিসারবৃন্দ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সনাক ও টিআইবির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..