মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের অভিষেক ও ‘পায়রার ডাক’ স্মরণিকা প্রকাশ ‘গাইবান্ধার গায়েন’ নামে সেরা কণ্ঠের অন্বেষণ প্রতিযোগিতার গ্রান্ড ফিনাল অনুষ্ঠিত ইতিহাস গড়ে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করল বাংলাদেশ রংপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রংপুরে সিইসি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন আমতলীতে জামায়াতে ইসলামীর সহযােগী সদস্য, কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন রংপুরে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মুরাদনগরে ছাত্র আন্দোলনে নিহত ও বন্যার্তদের জন্য বিশেষ প্রার্থনা করেন হিন্দু সম্প্রদায়

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৫৮৩০ বার পঠিত
মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা।

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মষ্টমী উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, কুমিল্লাসহ বন্যাকবলিত এলাকার মানুষের জন্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা করে কুমিল্লার মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মুরাদনগর উপজেলার শাখা।

সভায় বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বন্যার্তদের ভয়াবহ কষ্টের কথা তুলে ধরেন। একই সঙ্গে বানভাসি ও বন্যাকবলিত মানুষদের পাশে সামর্থ্য অনুযায়ী দাড়াঁনোর আহ্বান জানান। এছাড়া তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পাচঁ বার এমপি থাকা অবস্থায় মুরাদনগর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিলো এবং বর্তমান পরিস্থিতিতে খুব ভাল রয়েছে। এখন পর্যন্ত এই উপজেলায় কোন মন্দিরে হামলা, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট ও নিপীড়নের ঘটনা ঘটেনি। বর্তমানে কায়কোবাদ সাহেবের নির্দেশে উপজেলা বিএনপির লোকজন হিন্দু সম্প্রদায়দের নিয়ে বিভিন্ন বাড়ি-ঘর ও মন্দির পাহারা দিচ্ছে।

মুরাদনগর উপজেলা বিএনপির নেতা দুলাল দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নিতানন্দ রায়, সম্পাদক রামপ্রশাদ দেব, মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনবির সদস্য সোহেল আহম্মেদ বাবু, অরুপ নারায়ন পোদ্দার পিংকু, দ্বীন দয়াল পাল, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, স্বপন পোদ্দার, শিশির দত্ত, প্রানজিত কুমার মজুমদার উত্তম দেবনাথ প্রমূখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..