রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার হোমনায় খেলা দেখতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে মুরাদনগর উপজেলার দুই মোটরসাইকেল আরোহী (দুই বন্ধু) নিহত হয়েছে।
রোববার বিকালে হোমনা উপজেলা মুরাদনগর-হোমনা সড়কের রঘুনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ মিয়া(১৯) উপজেলার ডুমুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও সোহাগ মিয়া(১৭) একই উপজেলার সাতমোড়া গ্রামের আল-আমিন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রোববার বিকালে শফিউল্লাহ ও আল-আমিন মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী হোমনা উপজেলায় খেলা দেখতে যাওয়ার পথে (মুরাদনগর-হোমনা) সড়কের রঘুনাথপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে শফিউল্লাহ ও আল-আমিন বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শফিউল্লাহর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তিতে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।