জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মজলিস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়নের ছনাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস ৪নং জাওয়ার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবু হানিফার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দলের কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদ, সাবেক সহ-সভাপতি মাওলানা সৈয়দ আবু সায়েম, বাংলাদেশ খেলাফত মজলিস, তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, দফতর সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ আল মুজতাবা, নির্বাহী সদস্য মাওলানা মুফিজুল হক, মাওলানা শাহজাহান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা রুকনুদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিস দামিহা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ক্বারী মিজানুর রহমান, নির্বাহী সদস্য হাজী উমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিস চৌগাঙ্গা (ইটনা) ইউনিয়ন শাখার আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইব্রাহিম বিন শফিক, সাবেক সভাপতি মুহাম্মাদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক দিদার হাসান, বায়তুল মাল সম্পাদক বায়জিদ হাসান (প্রমুখ) ।
অনুষ্ঠান শেষে ৪নং জাওয়ার ইউনিয়ন শাখার পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে ২০২৪-২৫ইং সেশনের নতুন কমিটির নাম প্রকাশ করা হয়।
এসময় সভাপতি হিসেবে মাওলানা সাইদুল হক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু হানিফা, সাধারণ সম্পাদক মাওলানা শাহজাহান, সাংগঠনিক সম্পাদক হিসেবে মুফতি আতাউল্লাহ’র নাম ঘোষণা করা হয়।
দাওয়াতি মজলিস ও মতবিনিময় সভা শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ, উদ্দেশ্য ও আদর্শের সাথে একমত পোষণ করে সভাস্থলেই অর্ধশতাধিক আলেম, ব্যবসায়ী, কৃষক সহ বিভিন্ন পেশার মানুষ সংগঠনে যোগদান করেন।
এসময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবীণদের ফুল দিয়ে বরণ করে নেন।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান কার্য সমাপ্তি ঘোষণা করা হয়।