বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ভালবাসা এমনি হয়: রিমি কবিতা বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উদীচী শিল্পী গোষ্ঠী বামনা উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি নেছার, সম্পাদক এনামুল অবৈধভাবে পাহাড়ে বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে: পরিবেশ উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান : সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় এক স্কুলে একই পরিবারের ১৬ জন কর্মরত : অভিযোগ তদন্তের নির্দেশ অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান করতে হবে : পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের অভিষেক উপলক্ষে বাংলাদেশের অভিনন্দন

বেতাগীতে সবজির দাম কমতে শুরু করছে

মো: আরিফুর রহমান (সুজন):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৭৭৫ বার পঠিত

বরগুনার বেতাগীতে বাজারগুলোতে শীতের সবজিতে ভরপুর হয়ে গেছে। বিভিন্ন প্রকার শীতকালীন সবজিতে বাজারগুলো যেন সেজে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সবজির উৎপাদন এবং সরবরাহ বেশি থাকায় সকল প্রকার সবজির মূল্য সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই রয়েছে। কয়েক দিন ধরে শীত বাড়ার সাথে সাথে বেড়েছে সবজির সরবারাহ। অন্যদিকে স্থানীয় পর্ষায়ে শীতের সবজির ফলনও আশাতীত হয়েছে।

এলাকায় সবজির ফলন ভালো হওয়ায় বাজারে শীতকালীন সবজির মূল্য কমতে শুরু করেছে। উপজেলার বেশ কয়েকটি বাজার সরজমিনে ঘুরে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বাজারের চাহিদা অনুযায়ী সব ধরনের সবজির সরবরাহ রয়েছে প্রচুর পরিমাণে।

বেতাগী পৌরশহরের বাজারের
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচা মরিচ প্রতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে নতুন কেজি প্রতি আলু ৫০ টাকা , বাঁধাকপি ২৫ টাকা, ফুলকপি ২৫ টাকা, শীম ৩০ টাকা, করলা ৬০ টাকা পেঁয়াজ দেশি ৪৫ – ৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, টমেটো ৫০ টাকা, মূলা ২০, বেগুন ৫০- ৬০ টাকা , গাজর – ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে ।

পৌরশহরের সবজি বিক্রেতা মো : কাইউম হোসেন
( ৩০) জানান ” বাজারে শীতকালিন শাক-সবজীর সরবারাহ বেশি ও সবজি উৎপাদের মৌসুম এর কারনে দাম আগের তুলনায় অনেক কমে গেছে ”

সবজি ক্রয় করতে আসা আমির হোসেন ( ৪৫) বলেন, এহন তো দাম অনেক কম,সারাবছর তো এমন থাকে না সিজনে দাম কমে আবার বাড়ে। আমরা চাই বারো মাসই যেন কম থাকে “।

অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মধ্যে সয়াবিন তৈল খোলা কেজি প্রতি ৯০ – ১০০ টাকা, বোলতজাত ২ লিটার ৩৫০ টাকা, ডিম ( ফার্মের) ডজন প্রতি ১৪০ টাকা, দেশি ডিম ডজন প্রতি ২২৫- ২৩০ টাকা, খোলা আটা কেজি প্রতি -৪০ টাকা, আদা ১৪০- ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..