ময়মনসিংহের নান্দাইল উপজেলা ‘ জুলাই পূর্ন জাগরণ অনুষ্ঠান -২০২৫ উপলক্ষে জুলাই কর্নার -২০২৪ ‘ এর শুভ উদ্বোধন ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
অনুষ্ঠানে অংশ হিসেবে উপজেলা সদর কেন্দ্রীয় স্মৃতিসৌধে এক মিনিট নীরবতা পালন ও ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। এর পর উপস্থিত সকালে মিলে মোমবাতি প্রজ্বলন করে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এই উপলক্ষে ইউ এন ও সারমিনা সাত্তার জানান সারাদেশের মতো নান্দাইল উপজেলা প্রশাসন ও সরকারি ভাবে এই কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে।
জুলাই পূর্ন জাগরণ সফল ভাবে আয়োজন করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
জুলাই কর্নার -২০২৪ ও মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি উদ্বোধন কালে সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ফয়জুর রহমান, সাবেক মেয়র মো,আজিজুল ইসলাম পিকুল, এন সিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন, এন সিপি নেতা সোলায়মান হাকিম বুলবুল জুলাই শেখ সাদী রকি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।