বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক ‘দি কান্ট্রি টুডে’ পত্রিকার সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলন সম্পন্ন তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ আমতলীতে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ নিহত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জমিতে অবৈধ ভবন নির্মাণ বন্ধ করল প্রশাসন নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠিত ভারতে ১২ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত চুয়াডাঙ্গা এশিয়া বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধিকারী রেজাউল হক বিশ্বাস আর নেই ডাকসু নির্বাচন: যা জানা দরকার শান্তিপূর্ণ পরিবেশেই সারা দেশে পূজা উদযাপিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

রোববারের মধ্যে বাংলাদেশ-ভারতে আটক জেলে প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ হবে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৮০২ বার পঠিত

বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মী ও ভারতে আটক ৯০ জন বাংলাদেশী জেলে/নৌকর্মীর পারস্পরিক প্রত্যাবাসন কার্যক্রম আজ শুরু হয়েছে। এই প্রত্যাবাসন প্রক্রিয়া আগামী  রোববার শেষ হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর এবং ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মীকে সদস্যকে গ্রহণ করার প্রক্রিয়া শুরু করেছে।

এছাড়াও, একই সাথে ভারতে আটক বাংলাদেশের দুটি ফিশিং ভেসেল এবং বাংলাদেশে আটক ভারতের ছয়টি ফিশিং বোটও হস্তান্তরিত হবে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সম্প্রতি সংস্কারকৃত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) লাউঞ্জ পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, সবকিছু ঠিক থাকলে রোববার জেলে বিনিময় শেষ হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার যৌথ প্রচেষ্টায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সহজতর হচ্ছে।

রোববার আন্তর্জাতিক সমুদ্রসীমায় হস্তান্তরের পর সোমবার বিকেলে বাংলাদেশি জেলে/নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামে ফেরত আসবেন বলে আশা করা যাচ্ছে।

গত বছরের অক্টোবর-নভেম্বর বাংলাদেশ জলসীমায় বাংলাদেশ কর্তৃপক্ষের নিকট ৯৫ জন ভারতীয় জেলে এবং তাদের ছয়টি  মাছ ধরার ট্রলার আটক হয়।

বাগেরহাট ও পটুয়াখালী জেলা কারাগারে আটক ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীকে আজ মুক্তি দেওয়া হয়েছে।

অন্যদিকে, গত ৯ ডিসেম্বর আন্তর্জাতিক সমুদ্রসীমার নিকটে ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামে দুটি বাংলাদেশী ফিশিং ভেসেলসহ মোট ৭৮ জন এবং গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশী মাছ ধরার নৌকা ‘এফবি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে গেলে এর ১২ জন বাংলাদেশী জেলে/নৌকর্মী ভারতীয় কর্তৃপক্ষের কাছে আটক হয়। আটক ১২ বাংলাদেশী জেলেকে ইতোমধ্যেই জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে।

৭৮ জন বাংলাদেশী জেলে/নৌকর্মী ভারতের উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপে ভারতীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে এবং ১২ জন বাংলাদেশী জেলে পশ্চিমবঙ্গের কাকদ্বীপে আটক আছেন।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ও ডিক্যাবের বিদায়ী সভাপতি নুরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি এ কে এম মঈনুদ্দিনসহ ডিক্যাবের অন্যান্য সদস্যবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..