শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান রাজনৈতিক হত্যাকাণ্ড: অশনিসংকেত কি উপেক্ষিতই থাকবে? এক লাখ টাকা ঘুস না দেওয়ায় মিথ্যা তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ গ্রাম্য শালিস ব্যবস্থার অবক্ষয়: ন্যায়বিচারের নামে শোষণের নতুন রূপ আমতলীতে যুবলীগের সাবেক সহসভাপতি আটক, ইসলামী আন্দোলনের জিম্মায় হস্তান্তর মহিপুর প্রেসক্লাবের সভাপতির ইন্তেকালে গভীর শোক দুই প্রার্থীতে বিভ্রান্ত বিএনপি ভোটার তাড়াইলে মারকাযুল উলূম আল ইসলামিয়ার বর্ষ সমাপনী ও পুরস্কার বিতরণ আমতলীতে গভীর রাতে অগ্নিকাণ্ডে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত দলীয় বিভাজন ও হেভিওয়েট প্রার্থীর প্রতিযোগিতায় পটুয়াখালী-৩ আসন

গুলিবিদ্ধ পাখি : জবাই করে ভাগাভাগি

বরগুনা প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৮২৭ বার পঠিত

বরগুনায় বিলুপ্তপ্রায় একটি মদনটাক পাখি জবাই করে মাংস ভাগাভাগির অভিযোগ উঠেছে। সোমবার (১০ মার্চ) দুপুরে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিলুপ্তপ্রায় একটি মদনটাক পাখি জবাই করে মাংস ভাগাভাগি করে নেয়ার অভিযোগ উঠেছে।

পাখি জবাই করে মাংস ভাগাভাগির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম, আব্বাস মিয়া ও মনির খলিফা। ঘটনার পর থেকে তারা গা ঢাকা দিয়েছেন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে পাখায় গুলিবিদ্ধ অবস্থায় একটি মদনটাক উড়ে তেতুলবাড়িয়া নদীর পাড়ে এসে পড়ে। এ সময় নদীর পাড় সংলগ্ন একটি মাঠে খেলতে থাকা কয়েকজন যুবক ওই পাখিটিকে দেখতে পায়। পড়ে তারা পাখিটি ধরে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামসহ স্থানীয় বাসিন্দা আব্বাস মিয়া ও মনির খলিফাকে জানান। পরে পাখিটি জবাই করে মাংস ভাগাভাগি করে নেয়া হয়।

এ বিষয়ে আরিফ রহমান নামে বরগুনার এক পরিবেশকর্মী বলেন, দুপরে স্থানীয় কয়েকজন সংবাদকর্মীর মাধ্যমে আহত একটি মদনটাক আসার খবর শুনতে পাই। পাখিটিকে জীবিত উদ্ধার করতে তৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বনবিভাগকে অবহিত করি। এছাড়াও যাতে পাখিটিকে কেউ আঘাত এবং মেরে না ফেলে সে জন্য ওই এলাকার স্থানীয়দের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করি। তবে শেষ রক্ষা হয়নি পাখিটির।

বরগুনা সদর উপজেলা বন বিভাগের বিট অফিসার জালাল আহমেদ খান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত রওনা হলেও যাতায়াতের জন্য সড়ক পথটি খারাপ হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। এ সময়ের মধ্যেই আহত পাখিটিকে জবাই করে মাংস ভাগ করে নিয়েছেন স্থানীয়রা।

তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণে যথাসম্ভব প্রয়োজনীয় সব তথ্য ও আলামত সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় জড়িতরা গা ঢাকা দেয়ায় কারও বক্তব্য পাওয়া যায়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..