বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে নিখোঁজের ২০ দিন পর যুবকের কঙ্কাল উদ্ধার মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী গ্রেফতার আবু সাঈদের পোস্টমর্টেম বদলানোর অভিযোগে আলোচিত এসপি সিদ্দিক পদোন্নতি পেয়ে এখন এডিআইজি মুরাদনগরে বাড়ির পাশে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারে শোকের ছায়া মুরাদনগরে দৃষ্টিকটু পোস্টার লাগানোর অপরাধে ‘ভারত হারবাল’কে জরিমানা পঞ্চগড়ের দেবীগঞ্জে সাপের কামড়ে আক্রান্ত ১ নারী নারীর স্বাস্থ্য সুরক্ষায় বেতাগীতে প্রোজেক্ট অপরাজিতা নান্দাইলে অসহায় মিরাজ আলির পাশে দাঁড়ালো প্রশাসন অবশেষে গাইটালের পানি নিস্কাষনের জন্য ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস দিলেন ইউএনও কামরুল হাসান মারুফ প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা

সরকারি বাঙলা কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ইফতার ও দোয়া মাহফিল

সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৮১১ বার পঠিত

সরকারি বাঙলা কলেজ এর শিক্ষার্থী শহীদ সাগর ও শহীদ রাব্বির আত্মার মাগফিরাত কামনায় শনিবার (১৫ মার্চ) সরকারি বাঙলা কলেজে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত  হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আয়োজনে  শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।সরকারি বাঙলা কলেজের অডিটোরিয়ামে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএল রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপারের চেয়ারম্যান আ. রহিম বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মূখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, কোটা সংস্কার আন্দোলন (১৮), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার দিনার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য জায়েদ বিন নাসের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি।

এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি বাঙলা কলেজ শাখার সদস্য সচিব আব্দুল আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি বাঙলা কলেজ শাখার আহ্বায়ক এম এ মুত্তাকী বিশ্বাস, এবং সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি বাঙলা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক জাহেদ হাসান ফরহাদ।

অনুষ্ঠানে বক্তারা শহীদ সাগর ও শহীদ রাব্বির অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইফতারের পর দেশ, জাতি এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক ন্যায়ের চেতনাকে জাগ্রত করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা জানান যে, ভবিষ্যতেও তারা সমাজ সচেতনতা ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে যাবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ইফতার ও দোয়া মাহফিল শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং এটি ছাত্র সমাজের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার একটি প্রয়াস।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের জন্য কাজ করে আসছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..