শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে জিও ব্যাগ ফেলতে গিয়ে সুগন্ধ্যায় ডুবে শ্রমিকের মৃত্যু ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক এমপি সেলিম উদ্দিন ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩  বরিশালে ইয়ুথ ভলান্টিয়ার এওয়ার্ড প্রদানসংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা বিশ্ববিদ্যালয় ছাত্রীর বিরুদ্ধে মামলা অসহায় কৃষাণীর মাঠের ধান কেটে দিলেন তালতলী কৃষক দল বিয়ানীবাজারে কিষান-কিষানিদের ব্যস্ত সময় বরগুনার আমতলীতে ভুয়া ডিবি পরিচয়ে মামলার তদন্ত করে চাঁদাবাজি গ্রেফতার ২ পল্টনে সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ : সূচকে ১৬ ধাপ উন্নতি বাংলাদেশের

সরকারি বাঙলা কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ইফতার ও দোয়া মাহফিল

সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৭৭৭ বার পঠিত

সরকারি বাঙলা কলেজ এর শিক্ষার্থী শহীদ সাগর ও শহীদ রাব্বির আত্মার মাগফিরাত কামনায় শনিবার (১৫ মার্চ) সরকারি বাঙলা কলেজে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত  হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আয়োজনে  শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন।সরকারি বাঙলা কলেজের অডিটোরিয়ামে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিএল রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপারের চেয়ারম্যান আ. রহিম বিশ্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মূখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, কোটা সংস্কার আন্দোলন (১৮), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার দিনার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য জায়েদ বিন নাসের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি।

এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি বাঙলা কলেজ শাখার সদস্য সচিব আব্দুল আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি বাঙলা কলেজ শাখার আহ্বায়ক এম এ মুত্তাকী বিশ্বাস, এবং সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি বাঙলা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক জাহেদ হাসান ফরহাদ।

অনুষ্ঠানে বক্তারা শহীদ সাগর ও শহীদ রাব্বির অবদানের কথা স্মরণ করেন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ইফতারের পর দেশ, জাতি এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক ন্যায়ের চেতনাকে জাগ্রত করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা জানান যে, ভবিষ্যতেও তারা সমাজ সচেতনতা ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করে যাবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ইফতার ও দোয়া মাহফিল শুধু ধর্মীয় আয়োজন নয়, বরং এটি ছাত্র সমাজের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার একটি প্রয়াস।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের জন্য কাজ করে আসছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..