মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভারতে ১২ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত চুয়াডাঙ্গা এশিয়া বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধিকারী রেজাউল হক বিশ্বাস আর নেই ডাকসু নির্বাচন: যা জানা দরকার শান্তিপূর্ণ পরিবেশেই সারা দেশে পূজা উদযাপিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ তাড়াইলে আছিয়া খাতুন মহিলা মাদ্রাসার অভিভাবক সম্মেলন, দোয়া ও পুরষ্কার বিতরণ মানিকগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে সাবেক স্বামীকে হত্যা করতে কিশোর গ্যাং ভাড়া! স্ত্রীসহ চারজন গ্রেপ্তার দেবীগঞ্জে খড়ের গাদায় চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু আওয়ামীলীগকে সংগঠিত করতে কাজ করছে দুই ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক ও যুবলীগ নেতা মনির আলাল দুলাল দুই ভাই আবারও বেপরোয়া

বেতাগীর সাবেক তিন উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ২৬ জনের বিরুদ্ধে মামলা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৫৭৮৯ বার পঠিত

বরগুনার বেতাগীতে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৬ ডিসেম্বর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মো. হুমায়ুন কবির মল্লিকের নির্বাচনী কার্যালয় ও বাসাবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে আদালতে মামলা হয়েছে।

২৭ মে দ্রুত বিচার আইনে মামলাটি করেন বেতাগী উপজেলা বিএনপি’র আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিকের ছোট ভাই মো. রিয়াজুল কবির বাবু। মামলায় আসামি হিসেবে ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি রয়েছেন আরও ১৫০ থেকে ২০০ জন।
শনিবার (৩১ মে) দুপুরে মামলার বাদী মো. রিয়াজুল কবির বাবু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এবিএম গোলাম কবির, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেতাগী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান,পার্শবর্তী মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার,সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহাদুদুল হাসান মহসিন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাদিম হাওলাদার, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. শাহ আলম রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. রাব্বি হাওলাদারসহ মোট ২৬ জন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর সংঘবদ্ধ সন্ত্রাসী। তাঁরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মী। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বেতাগী পৌরসভা নির্বাচনের ৪দিন আগে ঘটনার দিন ২৬ ডিসেম্বর ১নং আসামী আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এবিএম গোলাম কবিরের নেতৃত্বে আসামিরা পিস্তল, রামদা, ছ্যানদা, চাপাতি, চায়নিজ কুড়াল, লোহার রড, শাবল, ককটেল বোমা, পেট্রোল নিয়ে বেতাগী শহরের ষ্টেশন রোডে অবস্থিত বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মো. হুমায়ুন কবির মল্লিকের নির্বাচনী কার্যালয়ে এসে হামলা চালান। আসামিরা অফিসকক্ষের ভেতরে থাকা চেয়ার, টেবিল, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় কার্যালয়ের পাশে অবস্থিত হুমায়ুন কবির মল্লিকের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

মামলার বাদী মো. রিয়াজুল কবির বাবু বলেন, ২০১৫ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আমার বড় ভাইয়ের জনপ্রিয়তায় ভয় পেয়ে পরাজয় নিশ্চিত জেনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম কবির তার শেষ কুটকৌশল হিসেবে আমাদের নির্বাচনী কার্যালয় ও বাসায় হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে। তখন মামলা করতে চাইলেও পুলিশ মামলা নেয়নি। তাই বাধ্য হয়েই ফ্যাসিষ্ট সরকারের পতনের পর মামলা করতে হয়েছে।

এ বিষয় বেতাগী উপজেলা বিএনপি’র আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিক বলেন, ‘ ২০১৫ সালের পৌর নির্বাচনে আমাজ জয় নিশ্চিত ছিলো। কিন্তু নির্বাচনের শেষ মুহূর্তে এসে আসামিরা আমার নির্বাচনী কার্যালয় ও বাসাবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়ে লুট করে। ঘটনার সাথে জড়িত সকলের দ্রæত শাস্তির দাবি জানাই।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..