বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

বাস চাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নিহতের বিচারের দাবিতে সড়ক অবরোধ

আমতলী (বরগুনা) প্রতিবেদক: 
  • আপলোডের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৭৫০ বার পঠিত
বাস চাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নিহতের বিচারের দাবিতে সড়ক অবরোধ....................................ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলায় সড়কে বাস চাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। জড়িতদের বিচারসহ ক্ষতিপূরণ এবং নিরাপদ সড়কের দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী এ অবরোধের ঘোষণা দেন।

বুধবার বেলা ১১ টার দিকে আমতলী পৌরশহরের আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের একে স্কুল এলাকায় এ সড়ক অবরোধ করা হয়। মালিক সমিতির সঙ্গে বিষয়টি নিয়ে সমাধান, জড়িতদের সুষ্ঠ বিচারের নিশ্চয়তা এবং মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলমান থাকবে বলে জানান নেতাকর্মীরা।

এরআগে, ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক এলাকায় ছন্দা পরিবহন নামে একটি বাসের চাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলীর গুলিশাখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম নিহত হন। তিনি ওই উপজেলার বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার একজন  আইসিটি বিষয়ক প্রভাষক ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, গণ অভ্যুত্থানের বর্ষপূতি ৩৬ জুলাই উপলক্ষে গতকাল বিকেলে আমতলী পৌরসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামীর একটি সমাবেশ ও মিছিল কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশ নিয়ে মিছিল শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন রেজাউল করিম। এ সময় পটুয়াখালী- কুয়াকাটা মহাসড়কের ঘটখালী নামক এলাকায় পৌঁছালে পেছন থেকে বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ছান্দা পরিবহনের চাপায় নিহত হন।

একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রেজাউল করিম সড়কে ছিটকে পড়লে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। এছাড়াও তার সঙ্গে থাকা আব্দুল হক মল্লিক নামে আরেকজন সড়কে ছিটকে পরে আহত হন। এ ঘটনায় ওইদিন রাতে  ইসলামী আন্দোলন কর্মীরা তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

সড়ক অবরোধের সময় উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, আমতলী উপজেলা শাখার গুলিশাখালি ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমতলী বন্দর কামিল মাদ্রাসার আইসিটি বিভাগের প্রভাষক মোঃ রেজাউল করিমকে বাস চাপা দিয়ে হত্যার প্রতিবাদ ও সঠিক বিচারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। তবে জনদুর্ভোগ এড়াতে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে অটো, সিএনজি এবং জরুরি পরিবহন সেবা অবরোধের আওতা মুক্ত রাখা হয়েছে। এছাড়াও বাস চাপায় হত্যার ঘটনায় ক্ষতিপূরণের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি চলবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, বাস চাপায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সাধারণ সম্পাদক রেজাউল করিম নিহতের ঘটনায় আমতলী-কুয়াকাটা সড়ক অবরোধ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..