বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শাখা উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে শনিবার সকালে মোরেলগঞ্জ মডেল মসজিদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে উলামা মশায়েখ সমাবেশ-২০২৫।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। প্রধান বক্তা ছিলেন বাগেরহাট-০৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল আলীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, মো. রফিকুল ইসলামসহ আরও অনেকে। সমাবেশের সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ পৌর শাখা উলামা মাশায়েখ বিভাগের সভাপতি অধ্যাপক নেছার উদ্দিন।এছাড়া আরও উপস্থিত ছিলেন, লতিফিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমীন,অধ্যক্ষ ড.ছবির আহমেদ, ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহিব্বুল্লাহ রফিকসহ আরো অনেকে।
আলোচকরা বলেন, সমাজে নৈতিকতা, শিক্ষা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে আলেম সমাজের ভূমিকা অপরিসীম। ধর্মীয় নেতৃত্ব ও সামাজিক অগ্রগতিকে সমান্তরালভাবে এগিয়ে নিতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে ইসলামী আদর্শে গড়ে তুলতে মসজিদ-মাদরাসাভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও জোরদার করতে হবে।
সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় মোরেলগঞ্জ পৌর এলাকার শতাধিক উলামা, ইমাম, খতিব ও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।