মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষকদের যৌক্তিক আন্দোলন, প্রাপ্তি ও সক্ষমতা ! ঝালকাঠিতে যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ এমপিওভুক্ত শিক্ষকদের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষকদের দাবি পূরণ, আন্দোলন প্রত্যাহার বাগেরহাট-৩ আসনে ইসলামী আন্দোলনের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা তাড়াইলে যুব সমাজের উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে জেলে চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন ঢাকায় অগ্নিকাণ্ডে নিহত প্রকৌশলী আল মামুনের দাফন সম্পন্ন বরুন বাড়ীয়া ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মোরেলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, দুই ফার্মেসিকে জরিমানা

বাগেরহাট-৩ আসনে ইসলামী আন্দোলনের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

মোরেলগঞ্জ (বাগেরহাট):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫৭৫৪ বার পঠিত
বাগেরহাট-৩ আসনে ইসলামী আন্দোলনের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা.......................ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-৩ (কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নূরীর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় কচুয়া উপজেলার জিরো পয়েন্ট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোরেলগঞ্জ হয়ে শরণখোলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে গিয়ে শেষ হয়। শতাধিক মোটরসাইকেল অংশ নেয়া এই শোভাযাত্রায় তিন উপজেলার হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা মোশারফ হোসাইন, কচুয়া ও শরণখোলা উপজেলা সভাপতি-সেক্রেটারি, এবং দলের ছাত্র, যুব ও শ্রমিকসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

শোভাযাত্রার নেতৃত্বদানকারী প্রার্থী মাওলানা ওমর ফারুক নূরী বলেন, “জনগণের প্রত্যাশা পূরণ, ইসলামপন্থী নেতৃত্বের প্রয়োজনীয়তা এবং সুশাসনের বার্তা পৌঁছে দিতে এই মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভার আয়োজন করা হয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত।”

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজিত এ কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ শোভাযাত্রার মধ্য দিয়ে বাগেরহাট-৩ আসনের নির্বাচনী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপস্থিতি আরও দৃশ্যমান ও শক্তিশালীভাবে প্রতিফলিত হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..