ঝালকাঠিতে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নিবন্ধিত ১৫টি যুব সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১শে অক্টোবর) ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ২০২৪-২০২৫ অর্থ বছরে ঝালকাঠি জেলার অনুদানপ্রাপ্ত যুব সংগঠনের মাঝে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) মোঃ কাওছার হোসেনে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আলাউদ্দিন।
এসময় নলছিটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, ঝালকাঠি সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম দোমাদ্দারসহ অনুদান প্রাপ্ত ১৫টি যুব সংগঠনের সভাপতি ও সম্পাদক গন উপস্থিত ছিলেন।