শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে পুটি মাছ কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে স্বামীর হাতে স্ত্রী খুন নেতা নয় জনগণের কামলা হয়ে থাকতে চাই- কায়কোবাদ বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে : আজাদ মজুমদার পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ নান্দাইলে যুগের হাওরে পুলিশ ডিউটি বক্সটি সংস্কার চায় এলাকাবাসী প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ অমীমাংসিত সমস্যার সমাধান চায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানালো যুক্তরাষ্ট্র

স্মার্ট নাগরিক গড়তে হলে আমাদের স্মার্ট শিক্ষা লাগবে :ডা. দিপু মনি

রায়হান চৌধুরী (কুমিল্লা প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৫৮৮৬ বার পঠিত

শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, স্মার্ট নাগরিক গড়তে হলে আমাদের স্মার্ট শিক্ষা লাগবে। সেই স্মার্ট শিক্ষা হলো বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা। একই সঙ্গে মানবিকতার শিক্ষা, সৃজনশীলতার শিক্ষা। আমরা যেমন সাহিত্য পরবো, যেমন নৈতিকতা শিখবো, আমরা যখন আমাদের ইতিহাস জানবো, আমাদের সমাজ সম্পর্কে জানবো, আমরা গনিত শিখবো, একই সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি আমাদেরকে অবশ্য অবশ্যই শিখতে হবে।

ডা. দীপু মনি এমপি বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, এতে বিশেষ অতিথি ছিলেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ্ হারুন এমপি।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুর রাজ্জাক, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. মোসলেহ উদ্দিন সরকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদ হোসেন, এনডিসি হেলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি আরা তিন্নি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

জানা যায়, ১৯৭০ সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তৎকালীন উপ-পরিচালক আবদুর রাজ্জাক বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। বর্তমানে স্কুলটিতে দেড় হাজার ছাত্র-ছাত্রী অধ্যায়নরত। এ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে অনেক ছাত্র-ছাত্রী সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..