সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের অভিষেক ও ‘পায়রার ডাক’ স্মরণিকা প্রকাশ ‘গাইবান্ধার গায়েন’ নামে সেরা কণ্ঠের অন্বেষণ প্রতিযোগিতার গ্রান্ড ফিনাল অনুষ্ঠিত ইতিহাস গড়ে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করল বাংলাদেশ রংপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রংপুরে সিইসি বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন আমতলীতে জামায়াতে ইসলামীর সহযােগী সদস্য, কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত সুন্দরগঞ্জে দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন রংপুরে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সরকারি বাঙলা কলেজের ইসলামী ছাত্র শিবিরের বারাকাহ ইফতার মাহফিল আয়োজন

সুমাইয়া আক্তার মীম (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫৮০২ বার পঠিত

আজ ১৭ই মার্চ সোমবার,সরকারি বাঙলা কলেজ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

সরকারি বাঙলা কলেজের অডিটোরিয়ামে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। এই মাহফিলে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সরকারি বাঙলা কলেজের এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এইচ.এম. সালাউদ্দিন মাহমুদ। তিনি বলেন,
“রমজান আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। একজন শিক্ষার্থীর শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং নৈতিকতা ও চারিত্রিক দৃঢ়তা অর্জন করাও জরুরি।”

এখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখার অর্থ বিষয়ক সম্পাদক এমরান হোসাইন এবং কলেজ বিষয়ক সম্পাদক সাহিদ রায়হান।

তারা বলেন, “ইসলামী আদর্শের আলোকে দেশ ও সমাজ গঠনের জন্য শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে দেশকে এগিয়ে নেওয়ার ব্রত নিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বাঙলা কলেজ শাখার সভাপতি এইচ.এম. আব্দুল মালেক জিহাদী। তিনি বলেন,
“ছাত্রশিবির ছাত্রদের নৈতিক ও শিক্ষাগত উৎকর্ষতা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের দায়িত্ব হলো নিজেকে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।”

এতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন। তারা বলেন,
“এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইসলামী চেতনা, ভ্রাতৃত্ববোধ ও একতা তৈরি করতে সহায়তা করে। সমাজের ইতিবাচক পরিবর্তনে ছাত্র সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানের শেষে দিকে মোনাজাত করা হয়, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি ও সকলের কল্যাণ কামনা করা হয়।এমন আয়োজন সকলের মাঝে ইসলাম চেতনা জাগ্রত করবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..