মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে যুব সমাজের উদ্যোগে সামাজিক অবক্ষয় রোধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আমতলীতে জেলে চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন ঢাকায় অগ্নিকাণ্ডে নিহত প্রকৌশলী আল মামুনের দাফন সম্পন্ন বরুন বাড়ীয়া ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মোরেলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, দুই ফার্মেসিকে জরিমানা মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ভূঁইয়ার দাফন সম্পন্ন মোরেলগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত বিএনপিসহ কয়েকটি দলের ‘জুলাই সনদে’ দ্বিমত আছে—রংপুরে সারজিস আলম তাড়াইলে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: নারী আহত, থানায় অভিযোগ শাপলা প্রতীক বরাদ্দ দেয়ার সুযোগ নেই: ইসি আনোয়ারুল

আমতলীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ। বিয়ে করতে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা!

আমতলী (বরগুন) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫৮০৬ বার পঠিত

বরগুনার আমতলীতে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক রাকিব চৌকিদার (১৯) প্রেমিকা কলেজ ছাত্রীকে (১৮) একাধিক বার ধর্ষণ করেছে। বিয়ে করতে রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গার্মেন্টস কর্মীর বাবা এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে উপজেলার বালিয়াতলী গ্রামে।

জানাগেছে, আমতলী উপজেলার বালিয়াতলী গ্রামের জাকির চৌকিদারের ছেলে রাকিব চৌকিদার প্রতিবেশী কলেজ ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছে। তার যন্ত্রনা সইতে না পেয়ে ওই কলেজ ছাত্রী ঢাকায় চলে যায়। ওইখানে সে একটি পোশাক কারখানায় চাকুরী নেয়। গত দের বছর ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন। কিন্তু রাকিবের যন্ত্রনা থেকে সে রক্ষা পায়নি। এক পর্যায় তাদের মধ্যে প্রেম হয়। গার্মেন্টেস কর্মীর বাবার অভিযোগ রাকিব চৌকিদার তার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। গত মার্চ মাসে রাকিব বিয়ের আশ্বাস দিয়ে চাকুরী ছেড়ে তার মেয়েকে বাড়ীতে আনেন। কিন্তু গত তিন মাস পেরিয়ে গেলেও রাকিব তাকে বিয়ে করেনি। মঙ্গলবার সকালে রাকিব ফোনে তাকে (গার্মেন্টস কর্মী) বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেয়। এতে ভেঙ্গে সে পরে। ওইদিন দিন রাত ৮ টার দিকে সে ঘরের আড়ার সঙ্গে রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থল উপস্থিত হয়েছেন। এ ঘটনার পরপর প্রেমিক রাকিব চৌকিদারসহ তার পরিবারের লোকজন পালিয়েছে।

গার্মেন্টস কর্মীর বাবার অভিযোগ, বিয়ে প্রলোভন দেখিয়ে তার মেয়েকে একাধিকবার রাকিব চৌকিদার ধর্ষণ করেছে। এখন আমার মেয়েকে বিয়ে করতে পারবে না বলে জানিয়ে দেয়। এতে আমার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি আরো বলেন, রাকিবের পরিবারকে বিষয়টি জানিয়েছি কিন্তু তারা উল্টো আমার মেয়েকে অপবাধ দিয়েছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করছি।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..