শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

তাড়াইলে ক্ষুদে ফুটবলার রাহুল: মাঠে যেন মেসির প্রতিচ্ছবি

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৭৫৭ বার পঠিত
তাড়াইলে ক্ষুদে ফুটবলার রাহুল------------------ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সবুজ মাঠে প্রতিদিন বিকেল নামলেই এক ক্ষুদে ফুটবলারের দৌড়ঝাঁপে প্রাণ ফিরে পায় চারপাশ। বল পায়ে তার ক্ষিপ্র গতি, নিখুঁত নিয়ন্ত্রণ আর গোল করার দক্ষতা দেখে অনেকেই মুগ্ধ হয়ে তাকে ডাকছেন ‘ক্ষুদে মেসি’। ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে থাকা সেই প্রতিভাবান শিশুটির নাম রাহুল।

রাহুল তাড়াইল উপজেলার বেলংকা গ্রামের বাসিন্দা। তিনি মোঃ আইনুল হকের ছেলে এবং বর্তমানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বয়সে ছোট হলেও ফুটবলের প্রতি তার ভালোবাসা আর আত্মবিশ্বাস চোখে পড়ার মতো।

ছোটবেলা থেকেই ফুটবল রাহুলের নেশা। স্কুল শেষে কিংবা ছুটির দিনে গ্রামের মাঠেই কাটে তার বেশিরভাগ সময়। বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল আন্দ্রেস মেসির খেলা দেখে অনুপ্রাণিত হয়ে নিয়মিত অনুশীলন করে সে। মাঠে রাহুলের খেলার ধরন, বিশেষ করে ড্রিবলিং আর গোলের সময়ের দক্ষতা অনেককে মেসির কথাই মনে করিয়ে দেয়।

এলাকাবাসীর মতে, রাহুলের মধ্যে রয়েছে জন্মগত প্রতিভা। তারা মনে করেন, সঠিক প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন এবং প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে এই ক্ষুদে ফুটবলার ভবিষ্যতে বড় মাপের খেলোয়াড় হয়ে উঠতে পারে। অনেকেই আশাবাদী, একদিন রাহুল দেশের জার্সি গায়ে মাঠে নেমে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।

স্বপ্নে বিভোর রাহুলও। তার চোখে-মুখে একটাই প্রত্যয় ভালো ফুটবলার হয়ে দেশের জন্য কিছু করা। তাড়াইলের এই ক্ষুদে প্রতিভা আজ শুধু একটি গ্রামের নয়, পুরো এলাকার গর্ব হয়ে উঠছে ধীরে ধীরে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..