শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক তারাবোতে বিস্ফোরক সংক্রান্ত মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন রায়হান কবির আমতলীতে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা বাসে আগুন: ছাত্রলীগ–যুবলীগের ৫ জন আটক তাড়াইলে সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের শুভাগমন: বরণে উচ্ছ্বাস উপজেলা বিএনপি মোরেলগঞ্জে পরমহংসদেবের ১৩০তম শুভ আবির্ভাব উৎসবে ভক্তদের ঢল তাড়াইলে আওয়ামীলীগের ‘অবৈধ লকডাউন’-এর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বেতাগীতে উপকূল দিবস পালিত ভয়াল ১২ নভেম্বর সরকারিভাবে পালনের দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিন গণপরিবহন চলবে: মালিক সমিতি

মুরাদনগরে সাংবাদিকদের উপর হামলার ৭২ঘন্টা পরেও গ্রেফতার হয়নি কোন সন্ত্রাসী

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫৯১০ বার পঠিত
আহত তিন সাংবাদিক আজিজুর রহমান রনি, শামীম আহম্মেদ, এম ফয়জুল ইসলাম।

কুমিল্লার মুরাদনগরে কথিত সাংবাদিক কর্তৃক সন্ত্রাসী হামলায় আহত হয়েছে উপজেলায় কর্মরত তিনজন সংবাদিক। গত শুক্রবার বিকালে উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে ঢুকে সাংবাদিকদের উপর হামলা চালায় কথিত সাংবাদিক নামধারী সন্ত্রাসীরা। ঘটনার ৭২ঘন্টা পেরিয়ে গেলেও হামলাকারী সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাহিরে থাকায় অন্যসব সাংবাদিক ও সাধারন মানুষের মনে বিরাজ করছে অজানা আতঙ্ক।

বিশেষ সূত্রে জানা যায়, উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিক শামীম আহম্মেদ ও এম ফয়জুল ইসলাম ফয়সাল পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে সংবাদ প্রস্তুত করছিল। এলাকার প্রভাবশালী একটি মহলের সহযোগীতায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত কথিত সাংবাদিক মাহবুব আলম আরিফ ও তার সন্ত্রাসী বাহিনীর ৩০-৩৫জন সদস্য অতর্কিতে হামলা চালায়। হামলার পরে আহত অবস্থায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি বিভাগে গেলে সেখানে পুনরায় তাদের উপর হামলা চালায় সন্ত্রাসী বাহিনী। সহকর্মীদের উপর হামলায় মর্মাহত হৃদয়ে চিকিৎসারত অবস্থায় দেখতে যান মুরাদনগর প্রেসক্লাব ও মুরাদনগর উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের সভাপতি, সাংবাদিক প্রভাষক আজিজুর রহমান রনি। হাসপাতাল কমপ্লেক্সে তাকে লক্ষ‍্য করে সন্ত্রাসী বাহিনী টেনে হিঁচড়ে হামলা চালায়। মাথায় তীব্র আঘাতের ফলে গুরুতর আহত অবস্থায় তিনজনকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কথিত সাংবাদিক মাহবুব আলম আরিফ ও তার অনুসারী মাদকসেবীদের সহযোগিতায় “মুরাদনগর লাইভ.টিভি” নামের ফেসবুক পেইজ খুলে মানুষকে হয়রানি করে বেড়ায়। সাধারণ মানুষকে হুমকি-ধমকি দিয়ে আর্থিক ও মানুষিকভাবে হয়রানি করে উপজেলায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইপি টিভি বন্ধ করে থাকলেও সে প্রভাবশালী মহলের ছত্র-ছায়ায় বেড়ে উঠে তার সেই ফেসবুক পেইজের নামে খুলেছে অফিস।

আহত সাংবাদিকদের পারিবারিক সূত্রে জানা যায়, মাথায় গুরুতর আঘাতের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা। গুরুতর আহত তিনজন সাংবাদিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, সাংবাদিকদের কলম রোধ করার জন্য জঘন্যতম এই হামলা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সড়কের আশেপাশের সকল সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করলেই হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করা যাবে। উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে হামলা চালিয়ে কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুরসহ সাংবাদিক ফয়সালের টাকা ও আজিজুর রহমান রনির স্মার্টফোন ছিনিয়ে নিয়েছে।

সচেতন মহলের লোকজন বলেছেন, মানুষের পাশে থাকে সাংবাদিকরা। তাদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে হবে। ঘটনাস্থল থেকে থানা নিকটে ছিল, পুলিশ সময়মতো পৌঁছালে এমন ঘটনা সংঘটিত হতোনা। হামলাকারী সন্ত্রাসীরা এখনো রাস্তায় বুক চিতিয়ে ঘুরছে। আমরা তাদের মুক্ত বিচরণে আতঙ্কিত। কলম সৈনিকরা যেখানে সর্বসম্মুখে নিরাপদ নয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবে হামলার ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..