চব্বিশের গণঅভ্যুত্থানপূর্ব ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত (শহিদ) ও আহত পরিবারের স্বজনদের সাথে সাক্ষাত করে তাদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নিলেন ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।
আজ শুক্রবার দুপুরে মোহাম্মদপুরের কাটাশুর সংলগ্ন এলাকায় ৬ জন শহিদ ও আহত ৩ জনের পরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি’র কেন্দ্রীয় সহ-অর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি,‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য নাজমুল হাসান, শাকিল আহমেদ,ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুকুর মাহমুদ, জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল, হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, আদাবর থানা যুবদল নেতা রাফি উদ্দিন ফয়সাল, সাকিবুল হোসেন, মাহফুজ, জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম-সম্পাদক রাজিবুল ইসলাম, ছাত্রদল নেতা নুর হোসেন, শারিফুল, মোহান, মিসবাহ, রুবেল, মাসুসসহ মোহাম্মদপুর থানা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।