বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে স্পষ্ট হবে সরকার কতটুকু সংস্কার বাস্তবায়ন করতে পারবে : প্রেস সচিব দুমকিতে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার ফাঁদে জড়িয়ে অর্থ আদায়ের অভিযোগ আড়াইহাজারে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা ও সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত নান্দাইলে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন ॥ সরকারি বাঙলা কলেজে বাংলা নববর্ষ উদযাপন তাড়াইল প্রশাসনের উদ্যোগে ঝাকজমকভাবে পহেলা বৈশাখ উদযাপন মনোহরদীতে পঞ্চাশকুড় দাখিল মাদ্রাসার সুপারকে লাঞ্চিত: থানায় অভিযোগ সাভারে ব্যাক টু ব্যাক ছিনতাই ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তাড়াইলে বিক্ষোভ মিছিল

প্রকৃতি রাঙাচ্ছে বসন্তের শিমুল

দিপংকর মন্ডল , হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭৬৫ বার পঠিত

ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নতুন রুপে। ফাগুনের উত্তাল দখিনা বাতাস, কোকিলের কুহুতান, গাছে গাছে জেগে উঠছে সবুজ পাতা। শোভা পাচ্ছে আমের মুকুল, ফুটেছে রক্ত রাঙা লাল শিমুল। সব মিলিয়ে শীতের জরাজীর্ণতাকে পেছনে ফেলে প্রকৃতি যেনো ফিরে পেয়েছে এক নতুন প্রাণ।

বসন্তে গ্রাম বাংলার প্রকৃতিকে রাঙিয়ে তুলে নয়নাভিরাম শিমুল ফুল৷ সরেজমিনে হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় পথে প্রান্তরে দেখা মিলে পাতাবিহীন ডালে আগুনের লেলিহানের ন্যায় রক্ত রাঙা আভায় শোভা পাচ্ছে শিমুল ফুলের সৌন্দর্য। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে যায় যে কারো। তবে কালের বিবর্তনে অট্টালিকা ও আধুনিকতার ছোঁয়ায় যেনো ক্রমশই হারিয়ে যাচ্ছে এ অঞ্চলের শিমুল গাছগুলো।

প্রকৃতি প্রেমিদের মতে, শিমুল গাছ শুধু প্রকৃতিতে সৌন্দর্যবর্ধনই করে না বরং এর রয়েছে নানা উপকারিতা। শিমুল ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছির দল। এবং শিমুল তুলা অত্যন্ত দামী ও বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। এছাড়াও শিমুল গাছের রয়েছে নানা রকম ভেষজ গুন। পেঠের ব্যাথা সহ অনেক রোগে এ গাছের ছাল ব্যবহার করা হয়। সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষায় শিমুল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷

হরিরামপুর শ্যামল নিসর্গ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রকৃতিপ্রেমী মাহিদুল ইসলাম মাহি বলেন, বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রকৃতিতে শিমুল ফুলের লাল রঙের আভা ছড়িয়ে পড়ে চারদিকে। আমরা বাংলার বসন্তে এই রক্তে রাঙা শিমুল ফুল অনন্তকাল ধরে দেখতে চাই।

বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক জ. ই. আকাশ জানান, প্রতি বছরই ফাগুনের শুরুতেই শিমুল গাছে ফুল ফুটে। প্রকৃতিতে আসে নতুন রূপ। এর সৌন্দর্যে বিমোহিত হয় প্রকৃতি প্রেমীরা। এতে করে গ্রাম-বাংলা প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠে। ইট-পাথরের শহর ও দূর-দূরান্ত থেকে শতশত নারী-পুরুষ গ্রামে ছুটে আসে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। স্মৃতি বিজড়িত মূহুর্তকে স্মরণীয় করে রাখতে অনেকে ছবি তোলেন । তবে বর্তমানে এই শিমুল ফুলের গাছ অনেকটাই বিলুপ্তির পথে। শিমুল ফুলের তুলা অনেক মূল্যবান। এর চাহিদাও অনেক। তাই সকলের উচিত এই শিমুল গাছ যেন প্রকৃতি থেকে হারিয়ে না যায়, সে জন্য প্রতিটি বাড়িতে বাড়িতে শিমুল গাছ রোপণ করা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..