ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা (৪ থেকে ২৫ অক্টোবর) কার্যকর করতে বাগেরহাটের মোরেলগঞ্জে জোরদার টহল ও অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার ১৪ (অক্টোবর) রাতে মোরেলগঞ্জের পানগুছি নদীতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। এসময়ে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রণজিৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা,ডাঃমোঃ আবু হানিফ,আইসিটি অফিসার ত্রিদীপ সরকার, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের শরণখোলা কন্টিনজেন্ট কমান্ডার রাজু আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে নদীর বিভিন্ন পয়েন্টে টহল দেওয়া হয় এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে নিয়োজিত কয়েকজন জেলেকে সতর্ক করা হয়। এ সময় জব্দ করা হয় নিষিদ্ধ জাল ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন,
মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। নদীতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে, যাতে কেউ আইন ভঙ্গ করার সুযোগ না পায়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রণজিৎ কুমার বলেন, “এই অভিযান কেবল আইন প্রয়োগের জন্য নয়, জেলেদের সচেতন করাও এর অন্যতম লক্ষ্য। মা ইলিশ সংরক্ষণে সরকার বিকল্প জীবিকার সুযোগসহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে পানগুছি নদীসহ আশপাশের নদ-নদীতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
বিশেষজ্ঞদের মতে, এই অভিযান সফলভাবে বাস্তবায়িত হলে দেশের ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক প্রজনন চক্র সুরক্ষিত থাকবে।