গাইবান্ধার ফুলছড়িতে নারী জাগরণের অগ্রদুত “বেগম রোকেয়া দিবস” পালিত হয়েছে।
শনিবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং গণ উন্নয়ন কেন্দ্র (GUK) এর বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পাপিয়া সুলতানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে Socio-Economic Empowerment with Dignity and Sustainability -SEEDS প্রকল্পের উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নের ৫ ক্যাটাগরির মধ্যে ৪ ক্যাটাগরির জয়িতা নির্বাচিত হয়।
শেষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী শ্রীমতি আরতি রানী, নির্যাতনের বিভীষিকা পেরিয়ে অগ্রসর নারী খাতিজা বেগম, সফল জননী হামিদা বেগম, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রীমতি মালতি রানী-কে বেগম রোকেয়া দিবসে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।