বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ

বেতাগীতে মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার দুই

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৭৫০ বার পঠিত
বেতাগীতে মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার দুই ......................ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে মাদকবিরোধী অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) সন্ধায় উপজেলার পরিষদের সামনে থেকে দুই জনকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ৫০ ইয়াবা জব্দ করা হয়। অপর এক আসামি পালিয়ে যায়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।

বেতাগী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানার উপ-পরিদর্শক অপূর্ব কান্তি দাসের নেতৃত্ব একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের ১ নং ওয়ার্ডের বাসিন্দা বাদল খানের ছেলে শাকিল (২৮) এবং মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল জলিল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩০) গ্রেফতার করা হয়। এদের সঙ্গে মুহিম হাওলাদার (২১) নামে একজন পালিয়ে যায়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে বুধবার রাতে বেতাগী থানায় একটি মামলা করা হয়েছে।

বেতাগী থানার উপ-পরিদর্শক অপূর্ব কান্তি দাস বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের সঙ্গে থাকা অপর একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..