বরিশাইল্লা বউ : লুৎফুন্নেসা রহমান
————————————
বরিশাইল্লা বউ মুই
কামের নাই অবাব,
রাইত পোয়াইলে টাক খাইতে যাইবে
মাইয়া পোয়ার স্ববাব।
এহন মুই কি হরি, এই গেদু তুই কমে গেলি?
জলদি হইররা আয়,
তোর খালায় আইছে সালুন লইয়া
বাত খাইতে বোলায়।
তোর মামু গেছে নাইতে
গামছা লুঙ্গি চায়,
তোর বাফে গেছে মাছ ধরতে
বিলের বাড়ির কোলায়।
মেরদাবাড়ির ছাগল আইয়া
বাইগুন খেতটা খায়,
ও ছোডো মনু তুই কোম্মে গেলি?
তড়াতোড়ি হইররা র্আয়,
মুন্সিবাড়ির ফ্যানসি আইয়া
খচর খচর হরে,
হ্যার বেডায় বোলে নিহা হরছে
বউ লইয়া আইছে গরে।
রোং তামাশা দ্যাকতে দ্যাকতে
বেইলডা গেছে কোম্মে!
তোর বাফে আইয়া কেনু দেবে আনে
বাত রানমু এহন কেম্মে?
এই ক্যাটাগরীর আরো খবর..