আজ ১৩ই মে,মঙ্গলবার,সরকারি বাঙলা কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগের বোটানি ক্লাব কর্তৃক অন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ আয়োজিত হয়।
এখানে উপস্থিত ছিলেন, সরকারি বাঙলা কলেজের মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাহবুবা ইসলাম।
আর ও উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌসী বেগম,অধ্যাপক জনাব মো:আব্দুর রহমান, সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ মাসুদ খাঁন, সহযোগী অধ্যাপক জনাব শিউলি ভদ্র,সহকারী অধ্যাপক জনাব কানিজ ফাতেমা,সহকারী অধ্যাপক জনাব হাছিনা খান,সহকারী অধ্যাপক জনাব মুশফিকুর রহমান, ও প্রভাষক জনাব মোছা:শাহনাজ পারভিন এবং আরো অন্যান্য শিক্ষকবৃন্দ।
আর ও উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের ছাত্র দলের নেতৃবৃন্দ এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।আজ তাদের সকলের উপস্থিতিতে এক জমজমাট পরিবেশ তৈরি হয়েছিল।
এখানে দুটি দলের সমন্বয়ে খেলা অনুষ্ঠিত হয়েছে। একটি হলো অদম্য -২৪ এবং অপরটি হলো দূরন্ত-২৭।এদের মধ্যে চ্যাম্পিয়ন হয় অদম্য -২৪ এবং রানার্সআপ হয় দূরন্ত-২৭ এবং সর্বোচ্চ রান: সাগর(দূরন্ত -২৭),সর্বোচ্চ উইকেট -শাহেদ(অদম্য-২৪)
প্লেয়ার অফ দ্য ফাইনাল -শাহেদ(অদম্য-২৪)।
সবশেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজকের আয়োজন সমাপ্ত হয় এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশা করেন যে ভবিষ্যতে তারা আর ও ভালো আয়োজন করবে।