বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইল বিএনপিতে যোগদান নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ আমতলী ভুমি অফিসের ড্রাইভার ও তার স্ত্রীর নামে প্রবাহমান খালের জমি বন্দোবস্ত, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ তাড়াইলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবক আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা বিটিভির প্রধান প্রকৌশলী! কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুর্নীতি, প্রটোকল অফিসারের বিরুদ্ধে তদন্ত দাবি ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বেতাগীতে মানববন্ধন আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নিহত তাড়াইলে বিএনপির ফ্যামিলি ও কৃষি কার্ড বিষয়ে নারী ভোটারদের সচেতনতায় সামির হোসেন সাকি নুরের নির্বাচনী কার্যালয়ে সশস্ত্র হামলা, আহত অন্তত ৮ প্রশাসনের নাকের ডগায় মিরপুরে আবাসিক ‘হোটেল গার্ডেন ভিউ’তে রমরমা দেহ ব্যবসা

নুরের নির্বাচনী কার্যালয়ে সশস্ত্র হামলা, আহত অন্তত ৮

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে জোটের প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ট্রাক প্রতীকের নির্বাচনী কার্যালয়ে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলার বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে নারী-পুরুষসহ অন্তত সাত থেকে আটজন আহত হয়েছেন।

ঘটনার পর নির্বাচনী কার্যালয়ে হামলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকাল ১০টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি, পটুয়াখালী-৩ আসনের ট্রাক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর।

সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুতকৃত লিখিত বক্তব্যে নুরুল হক নুর অভিযোগ করে বলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুন ও তাঁর কর্মী-সমর্থকেরা দীর্ঘদিন ধরে ট্রাক প্রতীকের সমর্থকদের প্রকাশ্যে হুমকি দিয়ে আসছেন। সোমবার গণসংযোগে বের হলে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় পুলিশ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীদের তৎপরতা নিয়ন্ত্রণে আনতে রাত প্রায় ১১টা পর্যন্ত সময় লেগে যায়।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণ অধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্থানীয় নির্বাচনী কার্যালয়ে একটি আলোচনা সভায় অংশ নিচ্ছিলেন। এ সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থকেরা ঘোড়া প্রতীকের স্লোগান দিতে দিতে দলবদ্ধভাবে কার্যালয়ে প্রবেশ করে চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুর ও মারধর শুরু করে।

চরবোরহান ইউনিয়ন যুব অধিকার পরিষদের সভাপতি মহিবুল্লাহ হাওলাদার অভিযোগ করে বলেন, চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজাউল গাজী, সাবেক ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম জুয়েল, সদস্যসচিব আসাদুল জোমাদ্দারসহ ৫০ থেকে ৭০ জনের একটি দল এ হামলায় অংশ নেয়। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ও দেশি অস্ত্র ছিল।

তিনি আরও জানান, হামলায় দশমিনা উপজেলা ছাত্র অধিকারের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, চরবোরহান ইউনিয়ন যুব অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব মো. মাসুদ এবং নির্বাচনী প্রচারণায় বাদ্যযন্ত্র বাজানোর সঙ্গে জড়িত মো. মুছাসহ সাত থেকে আটজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের সমর্থক ও চরবোরহান ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা আসাদুল ইসলাম। তিনি দাবি করেন, “সোমবার সন্ধ্যায় আমরা নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে হাসান মামুনের পক্ষে একটি মিছিল বের করি। মিছিলটি ট্রাক প্রতীকের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় গণ অধিকার পরিষদের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের তিনজন আহত হন।”
ট্রাক প্রতীকের কার্যালয়ে হামলার ভিডিও ফুটেজ সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, “চরবোরহান ইউনিয়নের একটি বাজার এলাকায় নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে।”

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..